নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপার থেকে আবারও গোলাগুলির শব্দ আসছে। আজ সোমবার দুপুর থেকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের বিপরীতে মিয়ানমার অংশ থেকে এ গোলাগুলির শব্দ আসে। গত বছরের সেপ্টেম্বরেও এই সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।
স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর ইউনিয়ন পরিষদ ও বাড়ি তুমব্রু এলাকায়। আজ দুপুর থেকে সীমান্ত এলাকা গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘মূলত গোলাগুলি হচ্ছে মিয়ানমারে। ধারণা করা হচ্ছে, সরকারি বাহিনী সীমান্তের জিরো পয়েন্টে পালিয়ে বেড়ানো বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি করছে। যা বাংলাদেশের অংশে নয়। তিনি আতঙ্কিত না হতে সবার প্রতি অনুরোধ জানান।
এদিকে স্থানীয় লোকজন জানায়, মিয়ানমার অংশে মর্টার শেল বা ভারী অস্ত্রের শব্দে কেঁপে উঠছে পুরো ঘুমধুম ইউনিয়ন। তাদের মতে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের মিয়ানমারের ২ নম্বর বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসছে। বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৪০টি মর্টার শেল বা ভারী অস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাতে ঘুমধুমের তুমব্রু বাজারের মানুষজন ভয়ে বাড়ি চলে গেছে। ব্যবসায়ী আলী আকবর বলেন, সন্ধ্যার পর তুমব্রু বাজার শূন্য হয়ে পড়েছে।
একাধিক সূত্র জানায়, আজ সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তুমব্রু বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৪ ও ৩৬ নম্বরের মাঝামাঝি স্থানে এ গোলাগুলি হয়। পরে ৪১ পিলার এলাকায়ও গোলাগুলির শব্দ শুনেছে স্থানীয়রা।
সীমান্তে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকায় সে দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির আধিপত্য রয়েছে। এমনকি সীমান্তের অন্তত ১১টি সীমান্ত চৌকি আরাকান আর্মির দখলে। যা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে আজ সোমবার সকাল থেকে। আর তাই তাদের অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) পক্ষ থেকে ওই মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে।
তুমব্রু বাজার ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার বলেন, কয়েক মাস ধরে গোলাগুলির শব্দ শোনা যায়নি। এখন আবার শোনা যাচ্ছে। আর তাও অন্য রকম।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় ৪১ নম্বর পিলার ও আশপাশের এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির ব্যাপক শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসেছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাগুলির শব্দ আসছে। তবে তা তাদের (মিয়ানমারের) ইন্টারনাল বিষয়। এ বিষয়ে আমাদের দেশের করার কিছু নেই। তবু নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্টে সীমান্তরক্ষীরা সজাগ রয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপার থেকে আবারও গোলাগুলির শব্দ আসছে। আজ সোমবার দুপুর থেকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের বিপরীতে মিয়ানমার অংশ থেকে এ গোলাগুলির শব্দ আসে। গত বছরের সেপ্টেম্বরেও এই সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।
স্থানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর ইউনিয়ন পরিষদ ও বাড়ি তুমব্রু এলাকায়। আজ দুপুর থেকে সীমান্ত এলাকা গোলাগুলির তীব্র শব্দ শোনা যাচ্ছে।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘মূলত গোলাগুলি হচ্ছে মিয়ানমারে। ধারণা করা হচ্ছে, সরকারি বাহিনী সীমান্তের জিরো পয়েন্টে পালিয়ে বেড়ানো বিদ্রোহীদের লক্ষ্য করে গুলি করছে। যা বাংলাদেশের অংশে নয়। তিনি আতঙ্কিত না হতে সবার প্রতি অনুরোধ জানান।
এদিকে স্থানীয় লোকজন জানায়, মিয়ানমার অংশে মর্টার শেল বা ভারী অস্ত্রের শব্দে কেঁপে উঠছে পুরো ঘুমধুম ইউনিয়ন। তাদের মতে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের মিয়ানমারের ২ নম্বর বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প এলাকা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসছে। বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ৪০টি মর্টার শেল বা ভারী অস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাতে ঘুমধুমের তুমব্রু বাজারের মানুষজন ভয়ে বাড়ি চলে গেছে। ব্যবসায়ী আলী আকবর বলেন, সন্ধ্যার পর তুমব্রু বাজার শূন্য হয়ে পড়েছে।
একাধিক সূত্র জানায়, আজ সোমবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তুমব্রু বিওপি এলাকার সীমান্ত পিলার ৩৪ ও ৩৬ নম্বরের মাঝামাঝি স্থানে এ গোলাগুলি হয়। পরে ৪১ পিলার এলাকায়ও গোলাগুলির শব্দ শুনেছে স্থানীয়রা।
সীমান্তে বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকায় সে দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির আধিপত্য রয়েছে। এমনকি সীমান্তের অন্তত ১১টি সীমান্ত চৌকি আরাকান আর্মির দখলে। যা পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে আজ সোমবার সকাল থেকে। আর তাই তাদের অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) পক্ষ থেকে ওই মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে।
তুমব্রু বাজার ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার বলেন, কয়েক মাস ধরে গোলাগুলির শব্দ শোনা যায়নি। এখন আবার শোনা যাচ্ছে। আর তাও অন্য রকম।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় ৪১ নম্বর পিলার ও আশপাশের এলাকার বিপরীতে মিয়ানমারের ভেতর থেকে গোলাগুলির ব্যাপক শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসেছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ফরিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল সাহল আহমদ নোবেল আজকের পত্রিকাকে বলেন, ‘গোলাগুলির শব্দ আসছে। তবে তা তাদের (মিয়ানমারের) ইন্টারনাল বিষয়। এ বিষয়ে আমাদের দেশের করার কিছু নেই। তবু নাইক্ষ্যংছড়ি সীমান্ত পয়েন্টে সীমান্তরক্ষীরা সজাগ রয়েছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৪৩) হত্যার ঘটনার পর স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যবসায়িক কার্যক্রম। আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙারিপট্টির ব্যবসায়ীরা।পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ...
২ ঘণ্টা আগে২০২৫ সালের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে রাজধানী ঢাকায় খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছরের (২০২৪) একই সময়ের তুলনায় মোট অপরাধ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে হত্যাকাণ্ড, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮২.৫ শতাংশ বেশি। পুলিশ সদর দপ্তরের...
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার জীবননগরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের টিআর-কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মির্জা হাকিমুর রহমান লিটনের বিরুদ্ধে প্রকল্পের বরাদ্দ থেকে ২০ শতাংশ অর্থ অফিস খরচের নাম করে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেগ্রামীণ সড়কের মাঝে ঠায় দাঁড়িয়ে রয়েছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি কংক্রিটের সেতু। দুই প্রান্তে ঝোপজঙ্গল। সেতুতে যানবাহন ওঠানোর জন্য নেই কোনো সংযোগ সড়ক। মাটির সরু পথে কোনো রকম সেতুতে ওঠেন পথচারীরা। সেতু দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় গ্রামবাসীকে দীর্ঘ পথ হেঁটে যেতে হয়।
২ ঘণ্টা আগে