লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার সুইটিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠী ও স্বজনরা। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। স্বজনদের দাবি, তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
মানববন্ধনে নিহত সামিয়ার বাবা সৌরভ হোসেন, মা তানুর বেগম, ভাই সিয়াম হোসেন, ইব্রাহিম মাহমুদ এবং নুর উদ্দিন বক্তব্য দেন। তাঁরা জানান, ঘটনার ১৫ দিন পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দিবাগত রাত ৪টার দিকে রামগতি উপজেলার চররমিজ এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে ছিল সামিয়া আক্তার সুইটি। এ সময় জানালা দিয়ে কেরোসিন ঢেলে সামিয়ার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় সামিয়াকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ২১ জানুয়ারি সামিয়ার বাবা সৌরভ হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামগতি থানায় একটি হত্যা মামলা করেন। আজ রোববার মানববন্ধনের পর বিষয়টি জানাজানি হলো।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার সুইটিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তার সহপাঠী ও স্বজনরা। আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। স্বজনদের দাবি, তার ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
মানববন্ধনে নিহত সামিয়ার বাবা সৌরভ হোসেন, মা তানুর বেগম, ভাই সিয়াম হোসেন, ইব্রাহিম মাহমুদ এবং নুর উদ্দিন বক্তব্য দেন। তাঁরা জানান, ঘটনার ১৫ দিন পার হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে হত্যার পেছনের কারণ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দিবাগত রাত ৪টার দিকে রামগতি উপজেলার চররমিজ এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে ছিল সামিয়া আক্তার সুইটি। এ সময় জানালা দিয়ে কেরোসিন ঢেলে সামিয়ার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় সামিয়াকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জানুয়ারি হাসপাতালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় ২১ জানুয়ারি সামিয়ার বাবা সৌরভ হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রামগতি থানায় একটি হত্যা মামলা করেন। আজ রোববার মানববন্ধনের পর বিষয়টি জানাজানি হলো।
মেহেরপুরের গাংনীতে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের ধলা ব্রিজের ওপর থেকে এই বস্তুগুলো উদ্ধার করা হয়। তেঁতুলবাড়িয়া গ্রামের প্রত্যক্ষদর্শী রাশেদুজ্জামান বলেন, তাঁরা কয়েকজন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল কিনে তিনটি গাড়ি নিয়ে...
১৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক কলেজছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গভীর রাতে মির্জাপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার সকালে লাশ উদ্ধার করে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহত কলেজছাত্রের পরিচয় জানা যায়নি।
২২ মিনিট আগেগতকাল শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার সময় এমন কথা বলেন সরকারি কর্মকর্তা শেখ রাসেল। অনেকেই তাঁর বক্তব্য ফেসবুকে লাইভ করেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও এলাকায়...
৩৫ মিনিট আগেকুমিল্লার চৌদ্দগ্রাম থানার কাছে মহাসড়কে ফের ডাকাত দলের কবলে পড়ছেন আরেক প্রবাসী। তাঁর ভাড়া করা প্রাইভেট কারে হামলা চালিয়ে সব মালপত্র লুট করে নেওয়া হয়েছে। আজ শনিবার ভোরে চৌদ্দগ্রাম থানা থেকে ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাল্গুনকরা মাজার এলাকায় সশস্ত্র ডাকাত দল এ হামলা চালায়।
১ ঘণ্টা আগে