Ajker Patrika

পেকুয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
পেকুয়ায় বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে সায়মন মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের আলীরমার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত সায়মন ইউনিয়নের চেপ্টা মোড়া এলাকার মমতাজুল হকের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের খেতের পাকা ধান পাহারা দিতে কয়েক দিন ধরে রাতে সায়মন সেখানে থাকতেন। গতকাল রোববার রাতে তিনি ঘুমিয়ে পড়লে বন্য হাতির দল তাঁকে আক্রমণ করে। এতে তিনি মুমূর্ষু অবস্থায় সেখানে পড়ে থাকেন। পরে হাতি দেখে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই তাঁর মৃত্যু হয়। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত