নোয়াখালী প্রতিনিধি
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. আলতাফ আহম্মদ (২৪) দাফন সম্পন্ন হয়েছে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীতে।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাড়ির কবরস্থানে তাঁর দাফন হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সিএমএইচ থেকে গ্রামের বাড়িতে আসে এই সেনাসদস্যের মরদেহ।
নিহত আলতাফ ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এসএসসি পাসের পর ২৫ জানুয়ারি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন আলতাফ।
জানা গেছে, আলতাফের বাবা আবুল কাশেম স্থানীয় রেলগেট এলাকায় ডেকোরেশনের ব্যবসা করতেন। ২০১৭ সালে অসুস্থ হয়ে মারা যান তিনি। পরের বছর ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন আলতাফ। বাবা মারা যাওয়ার পর পরিবারের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন আলতাফ। এক ভাই আর এক বোনের মধ্যে আলতাফ বড়। তাঁর ছোট বোন সানজিদা সুলতানা মিম গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ভাইবোন আর মাকে নিয়ে ছিল আলতাফ সংসার। সবশেষ গত রমজানের ঈদে ছুটিতে বাড়ি আসেন আলতাফ। ২৬ এপ্রিল বাড়ি থেকে কর্মস্থলে চলে যান তিনি। তিন দিন আগে শেষবার মোবাইল ফোনে কথা হয় তাঁর মায়ের সঙ্গে।
আলতাফের মামা জহির উদ্দিন শাহিন বলেন, ‘সব সময় হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে আলতাফের সঙ্গে আমার কথা হতো। ভয়েস মেসেজ দেওয়ার পর সময়মতো রিপ্লাই আসত। কিন্তু গত মঙ্গলবার তাকে ভয়েস মেসেজ দেওয়ার পর থেকে আর কোনো উত্তর পায়নি। পরে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।’
জহির উদ্দিন শাহিন আরও বলেন, ‘আমার ভগ্নিপতির মৃত্যুর পর ভাগনে সংসারের হাল ধরেছিল। দেশের জন্য আজ সেও জীবন দিয়ে দিল। এখন আমার বোন আর ভাগনি একা হয়ে গেল।’
স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম সিএমএস থেকে তাঁর মামা জসিম উদ্দিন ও স্বজন শিপনসহ সেনাসদস্যরা আলতাফের মরদেহ নোয়াখালীতে নিয়ে আসেন। বেলা ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আইএসপিআর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা গাঁড়ার খবর আসে। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গত মঙ্গলবার সেখানে যায়। টহল দলটি জারুলছড়ি পাড়ার কাছে পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে বেলা ১টা ৩৫ মিনিটের দিকে কেএনএ সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলির মুখে পড়ে। এতে দুই অফিসার ও দুই সৈনিক আহত হন। আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। আহত কর্মকর্তারা বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।
বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. আলতাফ আহম্মদ (২৪) দাফন সম্পন্ন হয়েছে তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীতে।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় নিজ গ্রামের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাড়ির কবরস্থানে তাঁর দাফন হয়। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সিএমএইচ থেকে গ্রামের বাড়িতে আসে এই সেনাসদস্যের মরদেহ।
নিহত আলতাফ ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এসএসসি পাসের পর ২৫ জানুয়ারি ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন আলতাফ।
জানা গেছে, আলতাফের বাবা আবুল কাশেম স্থানীয় রেলগেট এলাকায় ডেকোরেশনের ব্যবসা করতেন। ২০১৭ সালে অসুস্থ হয়ে মারা যান তিনি। পরের বছর ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন আলতাফ। বাবা মারা যাওয়ার পর পরিবারের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন ছিলেন আলতাফ। এক ভাই আর এক বোনের মধ্যে আলতাফ বড়। তাঁর ছোট বোন সানজিদা সুলতানা মিম গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ভাইবোন আর মাকে নিয়ে ছিল আলতাফ সংসার। সবশেষ গত রমজানের ঈদে ছুটিতে বাড়ি আসেন আলতাফ। ২৬ এপ্রিল বাড়ি থেকে কর্মস্থলে চলে যান তিনি। তিন দিন আগে শেষবার মোবাইল ফোনে কথা হয় তাঁর মায়ের সঙ্গে।
আলতাফের মামা জহির উদ্দিন শাহিন বলেন, ‘সব সময় হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে আলতাফের সঙ্গে আমার কথা হতো। ভয়েস মেসেজ দেওয়ার পর সময়মতো রিপ্লাই আসত। কিন্তু গত মঙ্গলবার তাকে ভয়েস মেসেজ দেওয়ার পর থেকে আর কোনো উত্তর পায়নি। পরে তার মৃত্যুর বিষয়টি জানতে পারি।’
জহির উদ্দিন শাহিন আরও বলেন, ‘আমার ভগ্নিপতির মৃত্যুর পর ভাগনে সংসারের হাল ধরেছিল। দেশের জন্য আজ সেও জীবন দিয়ে দিল। এখন আমার বোন আর ভাগনি একা হয়ে গেল।’
স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকাল ৮টায় চট্টগ্রাম সিএমএস থেকে তাঁর মামা জসিম উদ্দিন ও স্বজন শিপনসহ সেনাসদস্যরা আলতাফের মরদেহ নোয়াখালীতে নিয়ে আসেন। বেলা ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আইএসপিআর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ি পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা গাঁড়ার খবর আসে। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গত মঙ্গলবার সেখানে যায়। টহল দলটি জারুলছড়ি পাড়ার কাছে পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে বেলা ১টা ৩৫ মিনিটের দিকে কেএনএ সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলির মুখে পড়ে। এতে দুই অফিসার ও দুই সৈনিক আহত হন। আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। আহত কর্মকর্তারা বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।
গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
৩ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
৩ ঘণ্টা আগে