Ajker Patrika

পোশাক পরিবর্তন করতে মা–বাবা হোটেল কক্ষে, সুইমিংপুলে ডুবে সন্তানের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
পোশাক পরিবর্তন করতে মা–বাবা হোটেল কক্ষে, সুইমিংপুলে ডুবে সন্তানের মৃত্যু 

কক্সবাজার শহরের অভিজাত হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে ডুবে এক পর্যটক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। 

মারা যাওয়া সাফানা খানের বয়স ৩ বছর ৬ মাস। সে ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মো. মনিরুজ্জামান খানের মেয়ে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হোটেল কর্তৃপক্ষ ও স্বজনদের বরাতে রকিবুজ্জামান বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে মনিরুজ্জামান খান, তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা পৌঁছার পর দুপুর ২টার দিকে অভিজাত হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। পরে সবাই মিলে হোটেলটির সুইমিংপুলে গোসল করতে যান। 

এ সময় সাফানা খান ও তার ভাইকে সুইমিংপুলের পাশে বসার সিটে রেখে বাবা-মা কাপড় পাল্টাতে যান। একপর্যায়ে সাফানা সুইমিংপুলে অন্যদের গোসল করতে দেখে নিজেও নেমে যায়। 

ওসি বলেন, এ সময় সুইমিংপুলের ওপরে থাকা ভাইয়ের শোর-চিৎকারে সেখানে হোটেলের দায়িত্বরত কর্মী সাফানাকে উদ্ধার করে। পরে খবর শুনে বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হোটেলের গাড়ি যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

রকিবুজ্জামান জানান, শিশুটির মা–বাবা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে বলে লিখিতভাবে অবহিত করেছেন। পরে প্রশাসনের অনুমতির পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত