Ajker Patrika

সিনহা হত্যা মামলা : সপ্তম দফায় সাক্ষ্য দিচ্ছেন মামলার তদন্ত কর্মকর্তা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৩০
Thumbnail image

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার (আইও) সাক্ষ্য গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় সপ্তম দফার দ্বিতীয় দিনে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। 

গতকাল সোমবারের সাক্ষী সহকারী পুলিশ সুপার জামিলুল হকের অসমাপ্ত জেরা দিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সকাল সোয়া ১০টায় মামলার দিনের কার্যক্রম শুরু করা হয়। আগামীকাল বুধবার পর্যন্ত তিন দিন এ মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে। 

পুলিশ কর্মকর্তা জামিলুল হক এ মামলার শুরুতে আইও ছিলেন। এরপর মামলার দায়িত্ব পান কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, এ মামলার মোট সাক্ষী ৮৩ জন। এ পর্যন্ত মামলার বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ ৬৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। 

প্রসিকিউটর জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সহকারী পুলিশ সুপার জামিলুল হকের অসমাপ্ত আংশিক জেরা দিয়ে মামলার কার্যক্রম শুরু করা হয়। 

আজ মামলার অভিযোগপত্র প্রদানকারী তদন্ত কর্মকর্তা খায়রুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থাপন করা হয়েছে। তাঁর সাক্ষ্য দেওয়ার মধ্যে আজ ৬৫ জনের সাক্ষ্য শেষ হবে। 

এর আগে সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে আদালতে তোলা হয়। 

গত বছরের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের ৯ জন সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের পর র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ জন আসামি কারাগারে রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত