Ajker Patrika

বান্দরবানে হাজারো মুসল্লির একযোগে ঈদের নামাজ আদায়

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে হাজারো মুসল্লির একযোগে ঈদের নামাজ আদায়

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এ সময় শহরের হাজার হাজার মুসল্লি একযোগে সৃষ্টিকর্তার প্রতি সেজদায় নত হয়ে নিজেদের ভক্তি নিবেদন করেন।

প্রথম জামাতে ইমামতি করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক আল মুঈন। 

এদিকে জামাতের আগে প্রধানমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে শুভেচ্ছা বাণী পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এ ছাড়া নামাজে অংশগ্রহণকারীদের ঈদ শুভেচ্ছা জানান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

পরে জেলার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন বনরুপাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল।

এ ছাড়া বান্দরবান পুলিশ লাইনস জামে মসজিদ, ইসলামী শিক্ষা কেন্দ্র জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজ ও মোনাজাতে অন্যান্যের মধ্যে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত