Ajker Patrika

টেকনাফে বাড়ি তল্লাশি করে দেড় কেজি আইস উদ্ধার, গ্রেপ্তার ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফে বাড়ি তল্লাশি করে দেড় কেজি আইস উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে দেড় কেজি আইসসহ মো. আব্দুল মজিদ (২০) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার মধ্যরাত ১২টায় সদর ইউনিয়নের গোদারবিলের একটি বাড়ি থেকে ওই তরুণকে আটক করা হয়।

আটককৃত মো.আব্দুল মজিদ স্থানীয় হোসেন আলীর ছেলে।

বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান আজবেলা ১২টায় সংবাদ সম্মেলনে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল গোদারবিলে কৌশলগত অবস্থান নেয়। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাদের পথ রোধ করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল যোগে ওই ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাকিরা পালিয়ে গেলেও মোটরসাইকেল ফেলে মজিদ তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে ঢুকে পড়ে। বিজিবি মজিদের পিছু নিয়ে ওই বাড়ির ভেতর ঢুকে বাড়িটি তল্লাশি করে দেড় কেজি আইস উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। 

মাদক পাচারের কাজে ব্যবহার করা মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি। পরে চালানসহ মজিদকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত