কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লা সদরের ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাভেল, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল, সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, মহানগর কৃষক লীগের আহ্বায়ক খোরশেদ আলম, কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, এমপি বাহারের জামাতা সাইফুল আলম রনি, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিপন, অ্যাডভোকেট আনিছুর রহমান মিঠু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আজিজ সিহানুক, যুবলীগ নেতা নাজমুল ইসলাম শাওন, পাচথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান রাফি রাজু, ইকবাল হোসেন বাহালুল, কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দর আলী, শ্রমিক লীগ নেতা হাসান খসরু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন, বুড়িচংয়ের আদনান হায়দার, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার প্রমুখ।
গত ৩ আগস্ট পুলিশ লাইনসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বুধবার বেলা পৌনে ১টার দিকে কুমিল্লা সদরের ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনকে আসামি করা হয়।
কুমিল্লা নগরীর পুলিশ লাইনস এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লা সদরের ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাভেল, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল, সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, মহানগর কৃষক লীগের আহ্বায়ক খোরশেদ আলম, কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, এমপি বাহারের জামাতা সাইফুল আলম রনি, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর আনোয়ার হোসেন, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিপন, অ্যাডভোকেট আনিছুর রহমান মিঠু, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুর উর রহমান মাহমুদ তানিম, সাবেক কাউন্সিলর শাহ আলম খান, মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আজিজ সিহানুক, যুবলীগ নেতা নাজমুল ইসলাম শাওন, পাচথুবী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান রাফি রাজু, ইকবাল হোসেন বাহালুল, কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দর আলী, শ্রমিক লীগ নেতা হাসান খসরু, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন, বুড়িচংয়ের আদনান হায়দার, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার প্রমুখ।
গত ৩ আগস্ট পুলিশ লাইনসে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বুধবার বেলা পৌনে ১টার দিকে কুমিল্লা সদরের ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনকে আসামি করা হয়।
টানা পাঁচ মাস ধরে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আজ রোববার সকালে একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে বসেছিলেন। কিন্তু কোনো শিক্ষক না আসায় তাঁরা দীর্ঘ সময় বসে থেকে ফিরে যান। এদিকে কুয়েটের ক্লাস, পরীক্ষাসহ সব ধরনর শিক্ষা কার্যক্রম শুরুর দাবিতে দুপুরে মানববন্ধন করেছে গার্ডিয়ান..
১ মিনিট আগেএই টিকিটিং সিস্টেম সম্পর্কে ডিটিসিএ জানিয়েছে, প্রাথমিকভাবে হাতিরঝিলের ১৬টি চক্রাকার বাসে র্যাপিড পাস ও কিউআর কোড প্রযুক্তির মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। যাত্রীরা মেট্রোরেলের জন্য ব্যবহৃত র্যাপিড পাস কার্ড দিয়েই বাসে উঠতে পারবেন।
১৩ মিনিট আগেউবার চালককে মারধরের অভিযোগে আটক সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ছেড়ে দিয়েছে পুলিশ। উবার চালকের কোনো অভিযোগ না থাকায় মিরপুর মডেল থানা থেকে আজ রোববার (২০ জুলাই) ছাড়া পান তিনি। এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মিরপুরে পাইকপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
২৩ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি পাহাড়ের সব জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবে। এখানে কোনো বৈষম্য রাখা হবে না। অতীতে বৈষম্যের কারণে পাহাড়ে সমস্যা তৈরি করা হয়েছে।
২৯ মিনিট আগে