চাঁদপুর প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এরপর ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।
এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
পর্যায়ক্রমে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর সদর মডেল থানা ও চাঁদপুর রেলওয়ে থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এদিকে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে লোকজন শহীদ মিনার এলাকায় সমবেত হন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এরপর ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।
এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
পর্যায়ক্রমে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর সদর মডেল থানা ও চাঁদপুর রেলওয়ে থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এদিকে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে লোকজন শহীদ মিনার এলাকায় সমবেত হন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করে রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজির নির্দেশে আজ শনিবার রাত ৮টার দিকে তাঁকে বদলি করা হয়। এর আগে ২ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকেরা ওস
২ মিনিট আগেবাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৯ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩৬ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৪২ মিনিট আগে