Ajker Patrika

সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৩১
সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়

শুক্র-শনিবারের সঙ্গে ঈদে মিলাদুন্নবীসহ টানা তিন দিনের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। রিসোর্টে জায়গা না পেয়ে অনেক পর্যটক খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে রাত কাটিয়েছেন। 

এদিকে পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাঁরা রুম পেয়েছেন তাঁদের অনেকেই তিন মাস আগে রিসোর্ট ও কটেজ বুকিং দিয়ে রেখেছিলেন। 

অন্যদিকে পর্যটকের বাড়তি চাপ সামলাতে যথারীতি হিমশিম খাচ্ছেন খাবারের হোটেল ও রিসোর্টের মালিকেরা। 

সাজেকের পর্যটন ব্যবসায়ী ও রিসোর্টের মালিক জেরি লুসাই আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক পর্যটক রুম না পেয়ে সকালে এসে বিকেলে ফিরে গেছেন। পর্যটকদের চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। তবে পর্যটকেরা ভীষণ উপভোগ করছেন।’ 

হারুনর রশীদ নামের এক পর্যটক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়তি নিরাপত্তা ও প্রাকৃতিক মনোরম পরিবেশ সাজেককে জনপ্রিয় করে তুলছে। তবে সাজেকে সড়কের অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কার না করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ‘টানা তিন দিনের সরকারি ছুটির ফলে সাজেকে পর্যটকের ভিড় জমেছে। বুকিং হয়ে গেছে শতভাগ রিসোর্ট ও কটেজ। তাই পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত