Ajker Patrika

দাগনভূঞায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
দাগনভূঞায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত 

ফেনীর দাগনভূঞায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আকরাম (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বসুরহাট রোডস্থ এনায়েত ভূঞা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত একরাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভোলাচং গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন শুঁটকি ব্যবসায়ী। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত একরাম ফেনীর হাজারী রোডে বসবাস করত। আজ সকালে শুঁটকি নিয়ে খুচরা বিক্রির উদ্দেশ্যে ফেনীর মহিপাল থেকে সিএনজিযোগে বসুরহাটে যাচ্ছিল। এ সময় এনায়েত ভূঞা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ড্রিমল্যান্ড বাসের সঙ্গে তাঁর সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি উল্টে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যুবরণ করেন। 

ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজি চালক মো. মেহেরাজকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

দাগনভূঞা থানার এসআই মোবারক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করা হয়েছে। 

এসআই আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত