Ajker Patrika

চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত

কনটেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়েছে। চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকারঘোষিত মজুরি প্রদানের দাবিতে গতকাল সোমবার সকাল ৬টা থেকে শুরু হয় প্রাইমমুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের এই ধর্মঘট। 

আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে প্রাইমমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট স্থগিত করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এই ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার এবং আমদানি পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। বেসরকারি ডিপো থেকে বন্দরে আসেনি কোনো রপ্তানি পণ্য। একইভাবে আমদানি পণ্যবোঝাই কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আসেনি। এর ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে অচলাবস্থা দেখা দিয়েছে। 

চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান বলেন, আজ বিকেল চারটা থেকে ধর্মঘট স্থগিত করা হয়েছে। 

মো. সেলিম খান বলেন, ‘আগামী বৃহস্পতিবারের (২৪ অক্টোবর) মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা ধর্মঘট স্থগিত করেছি। যদি দাবি মানা না হয়, তাহলে আবার কর্মসূচি ঘোষণা করা হবে।’ 

বাংলাদেশ প্রাইমমুভার ট্রেইলার মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট মুর্শেদ হোসেন নিজামী বলেন, ‘বর্তমান সড়ক পরিবহন আইন ও পণ্য পরিবহন আইনের সঙ্গে শ্রমিকদের এই দাবি সামঞ্জস্যহীন। আগামী বৃহস্পতিবারের মধ্যে সামঞ্জস্য রেখে একটি প্রস্তাব তৈরি করা হবে।’ 

ধর্মঘটের কারণে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজে প্রায় ৩৪ ঘণ্টা বিঘ্ন ঘটেছে। তবে বন্দরের ভেতরে জেটির জাহাজ, ইয়ার্ড ও টার্মিনালে কনটেইনার লোড-আনলোড, স্থানান্তর কার্যক্রম স্বাভাবিক ছিল। 

গতকাল সোমবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার শ্রমিক ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়ন। বন্দর থেকে অনচেসিস ডেলিভারির রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারগুলো বেসরকারি অফডক থেকে জাহাজিকরণের জন্য বন্দরে আনা এবং বন্দর থেকে আমদানি পণ্যবোঝাই কনটেইনার ডিপোতে নেওয়া কার্যত বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত