Ajker Patrika

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় বাসের ধাক্কায় আহত কলেজছাত্রের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় আহত হওয়ার ১২ ঘণ্টা পর মুহাম্মদ রাকিব (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত একটার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তাঁর মৃত্যু হয়।

এর আগে রোববার বেলা দেড়টার দিকে ডুলাহাজারা কলেজ গেট এলাকায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় গুরুতর আহত হন রাকিব। রাকিব ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর গ্রামের মুহাম্মদ মনছুর আলমের ছেলে ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাকিব ও তাঁর বন্ধুরা গতকাল বেলা একটার দিকে ডুলাহাজারা কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা মারছা পরিবহনের যাত্রীবাহী দ্রুত গতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন ও কলেজ শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মাকসুদুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই কলেজ গেট এলাকায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত