কক্সবাজার প্রতিনিধি
সাগরের ঢেউয়ের ধাক্কায় কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে। দুই দিন ধরে টেকনাফ উপজেলার মুন্ডারডেইল ও খুরেরমুখ এলাকায় তিনটি স্থানে অন্তত ১২০ মিটার সড়কের মাটি সরে গেছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সড়কটি সাগরে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত বছর বর্ষা মৌসুমে একই এলাকায় কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এই এলাকায় সাগর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বারবার ভাঙছে বলে অভিযোগ স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৭ জুন) সকালে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় প্রায় ১০০ মিটার ভেঙে গেছে। জোয়ারের সময় ঢেউয়ের চাপে ভাঙনরোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে যায়। এতে ঢেউয়ের আছড়ে পড়ে মেরিন ড্রাইভে।
স্থানীয় মোহাম্মদ ইসমাইল বলেন, গত বছরের আগস্টে সাগরে পানির উচ্চতা বেড়ে মেরিন ড্রাইভের বিভিন্ন এলাকায় ভাঙন ধরে। এ বছর বর্ষা শুরুর আগেই ভাঙন ধরেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ভাঙনরোধ করা না গেলে সড়ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে জানানো হয়েছে। তারা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে।’
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। সড়কটি তাদের অধীন হলেও নির্মাণ তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনো বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি ইউনিটের।
সাগরের ঢেউয়ের ধাক্কায় কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে। দুই দিন ধরে টেকনাফ উপজেলার মুন্ডারডেইল ও খুরেরমুখ এলাকায় তিনটি স্থানে অন্তত ১২০ মিটার সড়কের মাটি সরে গেছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে সড়কটি সাগরে তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত বছর বর্ষা মৌসুমে একই এলাকায় কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছিল। এই এলাকায় সাগর থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে বারবার ভাঙছে বলে অভিযোগ স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৭ জুন) সকালে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় প্রায় ১০০ মিটার ভেঙে গেছে। জোয়ারের সময় ঢেউয়ের চাপে ভাঙনরোধে বসানো জিও ব্যাগ ছিঁড়ে যায়। এতে ঢেউয়ের আছড়ে পড়ে মেরিন ড্রাইভে।
স্থানীয় মোহাম্মদ ইসমাইল বলেন, গত বছরের আগস্টে সাগরে পানির উচ্চতা বেড়ে মেরিন ড্রাইভের বিভিন্ন এলাকায় ভাঙন ধরে। এ বছর বর্ষা শুরুর আগেই ভাঙন ধরেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম উদ্দিন বলেন, মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ভাঙনরোধ করা না গেলে সড়ক বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে জানানো হয়েছে। তারা সেনাবাহিনীর সঙ্গে কথা বলে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে।’
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানিয়েছে, কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। সড়কটি তাদের অধীন হলেও নির্মাণ তদারকি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনো বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একটি ইউনিটের।
রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান দারাজে চাকরি করতেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক
১ সেকেন্ড আগেকুষ্টিয়া সাংবাদিক ফোরাম–ঢাকার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাজধানী শান্তিনগর ‘কুষ্টিয়া ভবনে’ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে, এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। কুষ্টিয়া, সাংবাদিক, নির্
৯ মিনিট আগেসিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের নামে পূর্বাচলে বরাদ্দ দেওয়া ১০০ একর জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ নির্দেশ দেন।
২৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
৩৬ মিনিট আগে