চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রতিষ্ঠাবার্ষিকীতে চারুকলা ইনিস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাঁরা ১৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি শহরের চারুকলা ইনিস্টিটিউটেও তাঁদের অবরোধ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এমন কালো কাপড় বেঁধে অবস্থান নজরে পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের অতিথি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ড. হাসান মাহমুদ চারুকলার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বলেন, ‘আমি এখানে আসার সময় একটা ছোট মানববন্ধন দেখেছি চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য। আমরা চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে এক সঙ্গে শহরে যেতাম। চারুকলা বিভাগকে একেবারে এই ক্যাম্পাস থেকে পাঠদান গুটিয়ে শহরে পাঠিয়ে দেওয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি উপাচার্যের সঙ্গে আলাপ করেছি। সেখানে (শহরে) অনার্সটা হোক, কিন্তু মাস্টার্সটা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চলে আসতে পারে আপাতত। সে জন্য অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিশ্বিবদ্যালয় প্রশাসন দেখবে। এটি আমার মনের কথা আমি বলে গেলাম। তা ছাড়া যদি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে চারুকলা না থাকে, তাহলে ক্যাম্পাস বর্ণময় কীভাবে হবে?’
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সাঈদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরাও অংশ নিয়ে থাকেন। আমরা আমাদের দাবিকে সাবেকদের কাছে পৌঁছাতে চোখে কালো কাপড় বেঁধে মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। বিষয়টি আমাদের সাবেক শিক্ষার্থী ও তথ্যমন্ত্রীর নজরে এসেছে। তিনি আমাদের দাবিকে সমর্থন জানিয়েছেন।’
প্রতিষ্ঠাবার্ষিকীতে চারুকলা ইনিস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাঁরা ১৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি শহরের চারুকলা ইনিস্টিটিউটেও তাঁদের অবরোধ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এমন কালো কাপড় বেঁধে অবস্থান নজরে পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের অতিথি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ড. হাসান মাহমুদ চারুকলার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বলেন, ‘আমি এখানে আসার সময় একটা ছোট মানববন্ধন দেখেছি চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য। আমরা চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে এক সঙ্গে শহরে যেতাম। চারুকলা বিভাগকে একেবারে এই ক্যাম্পাস থেকে পাঠদান গুটিয়ে শহরে পাঠিয়ে দেওয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি উপাচার্যের সঙ্গে আলাপ করেছি। সেখানে (শহরে) অনার্সটা হোক, কিন্তু মাস্টার্সটা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চলে আসতে পারে আপাতত। সে জন্য অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিশ্বিবদ্যালয় প্রশাসন দেখবে। এটি আমার মনের কথা আমি বলে গেলাম। তা ছাড়া যদি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে চারুকলা না থাকে, তাহলে ক্যাম্পাস বর্ণময় কীভাবে হবে?’
এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সাঈদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরাও অংশ নিয়ে থাকেন। আমরা আমাদের দাবিকে সাবেকদের কাছে পৌঁছাতে চোখে কালো কাপড় বেঁধে মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। বিষয়টি আমাদের সাবেক শিক্ষার্থী ও তথ্যমন্ত্রীর নজরে এসেছে। তিনি আমাদের দাবিকে সমর্থন জানিয়েছেন।’
গাইবান্ধা সদরে কালবৈশাখীর সময় গাছের ডাল ভেঙে পড়ে র্যাবের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।
৬ মিনিট আগেবগুড়ার শেরপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এক নেতা থানায় হাজির হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান পলাশ ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
২১ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে জুলাই আন্দোলনের পুরো সময় সরব থাকা গিয়াস উদ্দিন মনিরের দুটি কিডনি অচল হয়ে গেছে। আন্দোলনকালে তাঁর পায়ে লাগা আঘাত থেকে এই অবস্থা হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। মনির বনপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। তিনি বনপাড়া পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর।
২৩ মিনিট আগেজুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।
৩৫ মিনিট আগে