Ajker Patrika

গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৭: ০২
গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ 

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সোমবার পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আটক সবীর মিয়া (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, সবীর মিয়া কিছুদিন ধরে ভাদুঘর ও রামরাইল এলাকার বাড়ি বাড়ি গিয়ে গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্যাস সংযোগ দেখতেন। এরপর ওই সব বাড়িতে সংযোগের নানা অনিয়ম দেখিয়ে টাকা দাবি করতেন। কেউ টাকা না দিতে চাইলে পুলিশ এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভয় দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিতেন। 

পাশাপাশি কিছু পরিবার থেকে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তারা খোঁজ নিয়ে দেখেন, সবীর গ্যাস ফিল্ডের কোনো কর্মকর্তা নন, প্রতারক। আজ (সোমবার) সকালে তিনি আবারও ওই এলাকায় গিয়ে কয়েকটি বাড়িতে গ্যাস সংযোগের কাগজ ও চুলা দেখতে চাইলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

স্থানীয় বাসিন্দা জামাল মিয়া বলেন, ‘সে কয়েক মাস আগে রাতে আমার বাড়িতে আসে গ্যাস সংযোগ দেখতে। আমার বাড়ি ও আশপাশের লোকদের জমায়েত করে। পরে টাকা দাবি করে ভয় দেখালে দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে জানতে পারলাম, সে কিছুদিন পর আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকায় গ্যাস ফিল্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে এমন করে আসছে।’ 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্যাস সংযোগের সংক্রান্ত বিষয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত