Ajker Patrika

চাকরিতে আবেদনের সুযোগ না রাখার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চাকরিতে আবেদনের সুযোগ না রাখার প্রতিবাদে মানববন্ধন

প্রাণিসম্পদ অধিদপ্তরের চাকরিতে ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন) ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ না রাখার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রোববার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ভেটেরিনারি অনুষদীয় ছাত্র সমিতি এ মানববন্ধন করে। 

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ এ অ্যানিমেল প্রোডাকশন অফিসার, পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার, পশুপালন কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা, জু-অফিসার এবং সহকারী ব্যবস্থাপক পদে উপযুক্ত যোগ্যতা থাক সত্ত্বেও ডিভিএম ডিগ্রিধারীদের আবেদনের সুযোগ রাখা হয়নি।’ 

তারা আরও বলেন, ‘বর্তমানে দেশের সাতটি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী ডিভিএম ডিগ্রি নিয়ে বের হচ্ছে। এই সব শিক্ষার্থীদের প্রতি এই ধরনের অবহেলা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।; তারা অবিলম্বে এ নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিভিএম ডিগ্রি অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত