ফেনী প্রতিনিধি
ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে জেলা শহরতলির ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল গনি ইমরান (২৯)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানি বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ। তিনি বলেন, টিনবোঝাই ট্রাক উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আজ রাত ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিনবোঝাই ট্রাক উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, উল্টে যাওয়া ট্রাকের টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আহসান উল্লাহ্ বলেন, ইমরান তাঁর অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে জানান, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাৎক্ষণিক হাসপাতালে এসে তাঁর মরদেহ দেখতে পাই।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই ইমরানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফেনীতে টিনবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে জেলা শহরতলির ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল গনি ইমরান (২৯)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কেরানি বাড়ির আহসান উল্লাহর ছোট ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।
দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হারুনুর রশীদ। তিনি বলেন, টিনবোঝাই ট্রাক উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ইমরান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, আজ রাত ৮টার দিকে ফতেহপুর এলাকায় একটি টিনবোঝাই ট্রাক উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, উল্টে যাওয়া ট্রাকের টিনের নিচে চাপা পড়ে আছেন ইমরান। পরে ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আহসান উল্লাহ্ বলেন, ইমরান তাঁর অসুস্থ মাকে চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে ফেরার কথা ছিল। রাত ৮টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে জানান, তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। তাৎক্ষণিক হাসপাতালে এসে তাঁর মরদেহ দেখতে পাই।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই ইমরানের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিক্ষোভকারীরা ‘আদালতের রায় বাস্তবায়নে অবিলম্বে শপথ চাই’ এবং ‘শপথ পাঠে গড়িমসি, মানি না মানব না’ ইত্যাদি স্লোগানের প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীরা সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র। এরপরও কেন তাঁকে এখনো শপথ করানো হয়নি?
২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজারের পাশে হাবুর খাল দখল করে গড়ে তোলা ২৬টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
৪ মিনিট আগেএকদিকে তীব্র গরম, অন্যদিকে বৃষ্টি না হওয়ায় কাপ্তাই লেকের পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। এই পরিস্থিতিতে রাঙামাটির কাপ্তাইয়ে পানিনির্ভর কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে (কপাবিকে) পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি ইউনিট দিয়ে কোনোমতে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছে।
১২ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে মিষ্টির দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকালে রাঙামাটি মহাসড়কের ইছাপুর ফয়জিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক মো. সাইফুল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আগুনে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।
১৫ মিনিট আগে