রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দিয়েছে। এরপর অবিশ্বাস্যভাবে তারা কঠিন সংগ্রাম করে খাগড়াছড়ির রামগড় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করলে বিজিবি গিয়ে হেফাজতে নেয়। আজ বৃহস্পতিবার ভোরে রামগড়-সাব্রুম সীমান্তের ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা পুশইন হয়।
আটক ব্যক্তিরা হলো—মো. উম্মেদ আলী (৪২), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)। তারা ভারতের হরিয়ানা রাজ্যে প্রায় ১২ বছর ধরে বাস করছিল।
জানা গেছে, ফেনী নদী পেরিয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজারের যাত্রী ছাউনিতে আশ্রয় নিলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে। পরে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা এসে পাঁচজনকে হেফাজতে নেয়।
আটক মো. উম্মেদ আলী জানান, হরিয়ানায় ঘুমন্ত অবস্থায় তাদের ধরে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়। পরে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ। কোনোমতে পরিবার নিয়ে তীরে উঠে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তিনি জানান, জীবিকার তাগিদে এক যুগ আগে ভারতে গিয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
রামগড় সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করার তথ্য নিশ্চিত করেছে বিজিবির একাধিক সূত্র। তবে ৪৩ বিজিবি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, পাঁচজনকে আপাতত রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। বিজিবি, প্রশাসন ও থানা একযোগে বিষয়টি তদন্ত করছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশইন হওয়া পাঁচজন কুড়িগ্রামের চর সুপার কুটি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলে পরিচয় জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দিয়েছে। এরপর অবিশ্বাস্যভাবে তারা কঠিন সংগ্রাম করে খাগড়াছড়ির রামগড় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করলে বিজিবি গিয়ে হেফাজতে নেয়। আজ বৃহস্পতিবার ভোরে রামগড়-সাব্রুম সীমান্তের ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা পুশইন হয়।
আটক ব্যক্তিরা হলো—মো. উম্মেদ আলী (৪২), তাঁর স্ত্রী সেলিনা বেগম (৩৫), তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)। তারা ভারতের হরিয়ানা রাজ্যে প্রায় ১২ বছর ধরে বাস করছিল।
জানা গেছে, ফেনী নদী পেরিয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজারের যাত্রী ছাউনিতে আশ্রয় নিলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে। পরে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা এসে পাঁচজনকে হেফাজতে নেয়।
আটক মো. উম্মেদ আলী জানান, হরিয়ানায় ঘুমন্ত অবস্থায় তাদের ধরে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়। পরে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেয় বিএসএফ। কোনোমতে পরিবার নিয়ে তীরে উঠে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। তিনি জানান, জীবিকার তাগিদে এক যুগ আগে ভারতে গিয়ে ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
রামগড় সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করার তথ্য নিশ্চিত করেছে বিজিবির একাধিক সূত্র। তবে ৪৩ বিজিবি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, পাঁচজনকে আপাতত রামগড় সরকারি উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে। বিজিবি, প্রশাসন ও থানা একযোগে বিষয়টি তদন্ত করছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশইন হওয়া পাঁচজন কুড়িগ্রামের চর সুপার কুটি গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলে পরিচয় জানা গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় জিসান (১৭) নামের মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে।
৪ মিনিট আগেনারীবিষয়ক কমিশন বাতিল ও নারীর ডাকে মৈত্রী যাত্রার বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন একদল নারী শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্বরূপ ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন
৮ মিনিট আগেসরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতা খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই।
১২ মিনিট আগেভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের কক্ষে তালা মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভিজিডি ও ভিজিএফ কার্ডের দাবিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাঝী এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে