নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুই কোটি টাকার বেশি বকেয়া থাকায় রেলওয়ে পূর্বাঞ্চল অফিসের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল। এতে প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল গুরুত্বপূর্ণ এই অফিসটি। বিদ্যুৎ না থাকায় অফিসে কোনো কাজই করতে পারেননি কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রেল পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসে লাইন কেটে দেন বিদ্যুৎ অফিসের লোকজন।
চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল জানায়, দীর্ঘদিন ধরে রেল পূর্বাঞ্চল অফিস দুই কোটি টাকার বেশি বিল পরিশোধ করছে না। বারবার এই বিষয়ে বলা হলেও, তারা টাকার সংকটের অজুহাত দিয়ে বিল পরিশোধ করেনি। এই জন্য আজ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলীরা গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাইন কেটে দেন। শিগগিরই বিল পরিশোধের নিশ্চয়তা পাওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সিআরবির অফিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যমুনা সেতুর আগে পর্যন্ত ট্রেন পরিচালনা করা হয়। সিআরবি ও পাহাড়তলীতে ট্রেন কন্ট্রোল করার অফিসও রয়েছে। বিদ্যুৎ না থাকায় ট্রেন কন্ট্রোল করতে অনেক বেগ পেতে হয়েছে। ট্রেনচালক ও স্টেশনমাস্টারদের মোবাইল ফোনে নির্দেশনা দিয়ে ট্রেন পরিচালনা করতে হয়েছে।
রেলের সিআরবির অফিসটি বিদ্যুতের এম এ আজিজ স্টেডিয়ামের ইউনিট নিয়ন্ত্রণ করে। এখানকার নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু আমাদের ইউনিট রেলওয়ে থেকে ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা পাবে। আমরা এই বিষয়ে বারবার চিঠি দিলেও, তারা কোনো উদ্যোগ নেয়নি। সে জন্য লাইন কেটে দেওয়া হয়। পরে বিল পরিশোধের নিশ্চয়তা দেওয়ার পর আবার সংযোগ দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে পাহাড়তলী রেল অফিসেরও প্রায় কোটি টাকার বিল বকেয়া রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে রেল পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ বিলের বাজেট আমরা পাইনি, সে জন্য বিল পরিশোধ করতে পারিনি। সামনের বাজেটে বিল পরিশোধ করব আমরা।’
দুই কোটি টাকার বেশি বকেয়া থাকায় রেলওয়ে পূর্বাঞ্চল অফিসের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে চট্টগ্রামের বিদ্যুৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল। এতে প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল গুরুত্বপূর্ণ এই অফিসটি। বিদ্যুৎ না থাকায় অফিসে কোনো কাজই করতে পারেননি কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রেল পূর্বাঞ্চলের সিআরবি ও পাহাড়তলী অফিসে লাইন কেটে দেন বিদ্যুৎ অফিসের লোকজন।
চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগ দক্ষিণাঞ্চল জানায়, দীর্ঘদিন ধরে রেল পূর্বাঞ্চল অফিস দুই কোটি টাকার বেশি বিল পরিশোধ করছে না। বারবার এই বিষয়ে বলা হলেও, তারা টাকার সংকটের অজুহাত দিয়ে বিল পরিশোধ করেনি। এই জন্য আজ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলীরা গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাইন কেটে দেন। শিগগিরই বিল পরিশোধের নিশ্চয়তা পাওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যুতের পুনঃসংযোগ দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সিআরবির অফিসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও যমুনা সেতুর আগে পর্যন্ত ট্রেন পরিচালনা করা হয়। সিআরবি ও পাহাড়তলীতে ট্রেন কন্ট্রোল করার অফিসও রয়েছে। বিদ্যুৎ না থাকায় ট্রেন কন্ট্রোল করতে অনেক বেগ পেতে হয়েছে। ট্রেনচালক ও স্টেশনমাস্টারদের মোবাইল ফোনে নির্দেশনা দিয়ে ট্রেন পরিচালনা করতে হয়েছে।
রেলের সিআরবির অফিসটি বিদ্যুতের এম এ আজিজ স্টেডিয়ামের ইউনিট নিয়ন্ত্রণ করে। এখানকার নির্বাহী প্রকৌশলী কেনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু আমাদের ইউনিট রেলওয়ে থেকে ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা পাবে। আমরা এই বিষয়ে বারবার চিঠি দিলেও, তারা কোনো উদ্যোগ নেয়নি। সে জন্য লাইন কেটে দেওয়া হয়। পরে বিল পরিশোধের নিশ্চয়তা দেওয়ার পর আবার সংযোগ দেওয়া হয়েছে।’ সেই সঙ্গে পাহাড়তলী রেল অফিসেরও প্রায় কোটি টাকার বিল বকেয়া রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে রেল পূর্বাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মো. হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুৎ বিলের বাজেট আমরা পাইনি, সে জন্য বিল পরিশোধ করতে পারিনি। সামনের বাজেটে বিল পরিশোধ করব আমরা।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এস এম সালমান...
১০ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটিতে আওয়ামী নেতা পরিবারের সদস্য ও বিতর্কিত ব্যক্তিদের সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে ফের আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
১ ঘণ্টা আগেএইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বরগুনায় দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তাঁরা হলেন কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইয়াসির আরাফাত (১৭) এবং মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নূসরাত জাহান নাজনীন (১৮)।
২ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শহীদ শামসুজ্জোহা হলেও জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, একই প্যানেলের এজিএস প্রার্থী সালমান সাব্বির এবং আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
২ ঘণ্টা আগে