Ajker Patrika

ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে কথা-কাটাকাটির একপর্যায়ে মোহাম্মদ আইমন (২০) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক তিনজনকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে চৌমুহনী হোসেন মার্কেট সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত আইমন চৌমুহনী ব্যাংক রোডের জুতা ব্যবসায়ী এবং চৌমুহনী পৌর এলাকার গণিপুর খালাসি বাড়ির মো. নূর নবীর ছেলে। আটককৃতরা হলেন, পৌর করিমপুর এলাকার আবদুল হাইয়ের ছেলে মোহাম্মদ পাভেল (২১), একই এলাকার বাচ্চুর ছেলে রাকিব (২০) ও আজাদের ছেলে নিরব (২০)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী হোসেন মার্কেটের সংলগ্ন ভৌমিক ফার্মেসির সামনে জুতার ব্যবসা করতেন আইমন। সন্ধ্যায় আটককৃত তিনজন জুতা কিনতে আসলে দাম নিয়ে আইমনের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে একটি ছোরা দিয়ে আইমনের বুকে জখম করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইমনকে মৃত ঘোষণা করেন। এদিকে হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা মাদক মামলায় কয়েক দিন কারাগারে ছিলেন। 

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নীরব, রাকিব ও পাভেল নামে তিনজনকে তাৎক্ষণিক আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত