থানচি (বান্দরবান) প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারের ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা ও সাংগু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে থানচিতে প্রবারণা উৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল রোববার উৎসবটি শেষ হয়। উৎসবে গভীর শ্রদ্ধায় হাজার বাতি প্রজ্বলন, ফুটবল টুর্নামেন্ট, স্বর্গের উদ্দেশ্যে ফানুস বাতি উত্তোলন, নাচ গান অনুষ্ঠিত হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, পাহাড়ে মারমা, চাকমা, তংচংগ্যা, বড়ুয়া সম্প্রদায়ের শতভাগ জনসংখ্যা বৌদ্ধ ধর্ম পালন করেন। ধর্মীয় রীতিনীতি অনুসারে ঐতিহ্যবাহী প্রধান উৎসব মধ্যে এটি একটি। এরই ধারাবাহিকতায় ময়ূরপঙ্খী রথ তৈরি, রশি টেনে সারিবদ্ধ শোভাযাত্রা, বিসর্জন, ফানুস উড়ানো, নানা রঙের পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বলন, আকাশে ফানুস উত্তোলন, বৌদ্ধ ভিক্ষু উপাসক উপাসিকাদের ছোয়াইন (ভোজন) দান, বুদ্ধ স্নান, ঐতিহাসিক গৌতম বুদ্ধের ত্রিপিটকের বানিসহ নানা আয়োজনে মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের প্রবারণা পূর্ণিমা স্থানীয় মারমা ভাষায় 'মাহা ওয়াগোওয়াই পোওয়ে' উৎসবটি শেষ হয়। উৎসবটি গত ২০ অক্টোবর শুরু হয়েছিল। অনুষ্ঠানে বান্দরবান থানচি উপজেলা পর্যায়ের প্রায় ৫২টি মারমা গ্রামের যুবক, যুবতী, মধ্যবয়সী লোক ও জনপ্রতিনিধিসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ ওসি সূদ্বীপ রায়, আয়োজক কমিটি সভাপতি থুইমংপ্রু মারমা, সাধারণ সম্পাদক উমংসিং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান প্রার্থী থোয়াইসিংমং মারমাসহ অনেকেই সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন।
উৎসব উদ্যাপন ও আয়োজন কমিটি উদীয়মান সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র উমংসিং মারমা বলেন, আমার জীবনে প্রথমবারের মতো মাহা ওয়াগোওয়াই পোওয়ে (প্রবারণা) উৎসবের কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতায় ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মের মহান পবিত্র উৎসব ঘিরে সমাজের সকল শ্রেণিপেশার মানুষ খুব আনন্দ-উল্লাস করেছি। এ উৎসবটি যথাযথ মর্যাদায় বৌদ্ধদের ঘরে ঘরে পুন্যরাশি হয়ে থাকুক।
সাধারণ সম্পাদক আরও বলেন, গতকাল দুপুর ২টার দিকে ফানুস উড়িয়ে ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা শুরু হয়। থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে থানচি বাজার, বাসস্ট্যান্ড, জনগুরুত্বপূর্ণ স্থানের শুভসূচনায় ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাঙ্গু নদীতে গিয়ে রথটি বিসর্জন করা হয়। পরবর্তীতে বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারের ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা ও সাংগু নদীতে বিসর্জনের মধ্য দিয়ে বান্দরবানে থানচিতে প্রবারণা উৎসবের সমাপ্তি হয়েছে। গতকাল রোববার উৎসবটি শেষ হয়। উৎসবে গভীর শ্রদ্ধায় হাজার বাতি প্রজ্বলন, ফুটবল টুর্নামেন্ট, স্বর্গের উদ্দেশ্যে ফানুস বাতি উত্তোলন, নাচ গান অনুষ্ঠিত হয়।
আয়োজকদের সূত্রে জানা যায়, পাহাড়ে মারমা, চাকমা, তংচংগ্যা, বড়ুয়া সম্প্রদায়ের শতভাগ জনসংখ্যা বৌদ্ধ ধর্ম পালন করেন। ধর্মীয় রীতিনীতি অনুসারে ঐতিহ্যবাহী প্রধান উৎসব মধ্যে এটি একটি। এরই ধারাবাহিকতায় ময়ূরপঙ্খী রথ তৈরি, রশি টেনে সারিবদ্ধ শোভাযাত্রা, বিসর্জন, ফানুস উড়ানো, নানা রঙের পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বলন, আকাশে ফানুস উত্তোলন, বৌদ্ধ ভিক্ষু উপাসক উপাসিকাদের ছোয়াইন (ভোজন) দান, বুদ্ধ স্নান, ঐতিহাসিক গৌতম বুদ্ধের ত্রিপিটকের বানিসহ নানা আয়োজনে মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের প্রবারণা পূর্ণিমা স্থানীয় মারমা ভাষায় 'মাহা ওয়াগোওয়াই পোওয়ে' উৎসবটি শেষ হয়। উৎসবটি গত ২০ অক্টোবর শুরু হয়েছিল। অনুষ্ঠানে বান্দরবান থানচি উপজেলা পর্যায়ের প্রায় ৫২টি মারমা গ্রামের যুবক, যুবতী, মধ্যবয়সী লোক ও জনপ্রতিনিধিসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠান শুরুর দিন থেকে শেষের দিন পর্যন্ত থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানি, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, থানচি থানা অফিসার ইনচার্জ ওসি সূদ্বীপ রায়, আয়োজক কমিটি সভাপতি থুইমংপ্রু মারমা, সাধারণ সম্পাদক উমংসিং মারমা, সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা, তিন্দু ইউপি চেয়ারম্যান প্রার্থী থোয়াইসিংমং মারমাসহ অনেকেই সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন।
উৎসব উদ্যাপন ও আয়োজন কমিটি উদীয়মান সাধারণ সম্পাদক সমাজ বিজ্ঞানের অনার্স শেষ বর্ষের ছাত্র উমংসিং মারমা বলেন, আমার জীবনে প্রথমবারের মতো মাহা ওয়াগোওয়াই পোওয়ে (প্রবারণা) উৎসবের কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতায় ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মের মহান পবিত্র উৎসব ঘিরে সমাজের সকল শ্রেণিপেশার মানুষ খুব আনন্দ-উল্লাস করেছি। এ উৎসবটি যথাযথ মর্যাদায় বৌদ্ধদের ঘরে ঘরে পুন্যরাশি হয়ে থাকুক।
সাধারণ সম্পাদক আরও বলেন, গতকাল দুপুর ২টার দিকে ফানুস উড়িয়ে ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা শুরু হয়। থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে থানচি বাজার, বাসস্ট্যান্ড, জনগুরুত্বপূর্ণ স্থানের শুভসূচনায় ময়ূরপঙ্খী রথ শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাঙ্গু নদীতে গিয়ে রথটি বিসর্জন করা হয়। পরবর্তীতে বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তমঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।
২ মিনিট আগেনওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
১৬ মিনিট আগেউত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
২৯ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
৩৫ মিনিট আগে