Ajker Patrika

রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২২, ২১: ৫৭
রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবি

খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রামগড় উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। একই সঙ্গে ওই কমিটিকে সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং দলের ত্যাগীদের বাদ দেওয়ার কৌশল বলে বাতিলের দাবি করেন তিনি। 

আজ শনিবার রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক-১ ও রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ভূঁইয়া নিজস্ব বাসভবনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমানে খাগড়াছড়িতে বিএনপির সাংগঠনিক শক্তি অত্যন্ত দুর্বল। পুরো জেলায় বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে বহিরাগতদের নিয়ে কমিটি গঠন করেছেন। আমাকেসহ রামগড় উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতা-কর্মীকে অবগত না করে গঠন করা হয়েছে। তাই ওই অগণতান্ত্রিক কমিটি অবিলম্বে বাতিল করে রামগড়ের নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় বর্তমান কমিটিকে প্রতিহত করা হবে। তা ছাড়া কেন্দ্রীয় বিএনপিকে অবগত করাসহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতাও কামনা করছি।’ 

শহিদুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, ‘আমি ও আমার পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে ওয়াদুদ ভূঁইয়া মিশনে নেমেছেন। বিএনপির নির্যাতিত পরিবার হিসেবে আমাদের বাদ দিয়ে ক্ষমতা এককেন্দ্রিক করতে অপচেষ্টায় মেতে উঠেছেন।’ 

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা কমিটির সহসভাপতি মোজাম্মেল হোসেন বাবুল বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ওয়াদুদ ভূঁইয়ার আমাদের ডাকার কথা। কিন্তু তা না করে তিনি যা করেছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ বিষয়ে দলের উচ্চপর্যায়ে অভিযোগ করব।’ 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোতাহের হোসেন মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি শাহজাহানসহ যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত