সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। সনাতন ধর্মানুসারীদের আজ শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত দল বেঁধে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরের চন্দ্রনাথধাম মন্দিরে উঠতে দেখা গেছে।
পুণ্যার্থীরা চার থেকে ছয় ঘণ্টা হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠার পর পুণ্য লাভের আশায় মন্দিরে থাকা শিবলিঙ্গে ডাবের পানি, দুধ ঢেলে প্রার্থনা করেন। শেষে তাঁরা একে অপরের কপাল ও মুখে আবিরের রং মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন।
মেলার আয়োজকেরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে দিনব্যাপী আয়োজিত দোল পূর্ণিমা মেলা ও হোলি উৎসব সম্পন্ন হয়েছে। এবারের মেলায় ধারণার চেয়ে বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে।
সরেজমিন দেখা গেছে, শুক্রবার বন্ধের দিন হওয়ায় এবারের দোল পূর্ণিমা মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পুণ্যার্থী আসেন। অনেকে আবার এসেছেন দেশের বাইরে থেকেও। আগত পুণ্যার্থীদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধারা লাঠিতে ভর দিয়ে আর মা-বাবারা তাঁদের শিশুদের কোলে, কাঁধে নিয়ে ওঠেন চন্দ্রনাথধামে। মন্দির দর্শনের পাশাপাশি তাঁরা প্রায় এক কিলোমিটারজুড়ে বসা নানা ধরনের পণ্যের দোকান থেকে কেনাকাটা করেন।
মেলায় আগতদের নিয়ে মেলা কমিটির উদ্যোগে প্রসাদ বিতরণের পাশাপাশি মন্দিরে পূজা, হোম যজ্ঞ, ধর্মীয় গান প্রতিযোগিতা, গীতা পাঠসহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করতে দেখা গেছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, দোল মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ৭০ জন সদস্য দিনব্যাপী দায়িত্ব পালন করেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উৎসব।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। সনাতন ধর্মানুসারীদের আজ শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত দল বেঁধে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরের চন্দ্রনাথধাম মন্দিরে উঠতে দেখা গেছে।
পুণ্যার্থীরা চার থেকে ছয় ঘণ্টা হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠার পর পুণ্য লাভের আশায় মন্দিরে থাকা শিবলিঙ্গে ডাবের পানি, দুধ ঢেলে প্রার্থনা করেন। শেষে তাঁরা একে অপরের কপাল ও মুখে আবিরের রং মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন।
মেলার আয়োজকেরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে দিনব্যাপী আয়োজিত দোল পূর্ণিমা মেলা ও হোলি উৎসব সম্পন্ন হয়েছে। এবারের মেলায় ধারণার চেয়ে বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে।
সরেজমিন দেখা গেছে, শুক্রবার বন্ধের দিন হওয়ায় এবারের দোল পূর্ণিমা মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পুণ্যার্থী আসেন। অনেকে আবার এসেছেন দেশের বাইরে থেকেও। আগত পুণ্যার্থীদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধারা লাঠিতে ভর দিয়ে আর মা-বাবারা তাঁদের শিশুদের কোলে, কাঁধে নিয়ে ওঠেন চন্দ্রনাথধামে। মন্দির দর্শনের পাশাপাশি তাঁরা প্রায় এক কিলোমিটারজুড়ে বসা নানা ধরনের পণ্যের দোকান থেকে কেনাকাটা করেন।
মেলায় আগতদের নিয়ে মেলা কমিটির উদ্যোগে প্রসাদ বিতরণের পাশাপাশি মন্দিরে পূজা, হোম যজ্ঞ, ধর্মীয় গান প্রতিযোগিতা, গীতা পাঠসহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করতে দেখা গেছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, দোল মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ৭০ জন সদস্য দিনব্যাপী দায়িত্ব পালন করেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উৎসব।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১৪ মিনিট আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজও
২১ মিনিট আগেএবার ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, আজ সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২২১ মেগ
৩৭ মিনিট আগে