ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
‘নৌকার মধ্যে সাপ, ব্যাঙ, কুঁচিয়া উঠে গেছে। এগুলো থেকে নৌকাকে মুক্ত করতে ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। আমি নির্বাচিত হলে নৌকাকে এসব থেকে মুক্ত করব।’
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন। আজ মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোভান, পশ্চিম সোভান, ধানুয়াসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি।
মোহাম্মদ শামছুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জনপ্রিয়তা যাচাই করতে নৌকার পাশাপাশি ঈগল দিয়ে মাঠে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। গত পাঁচ বছরে এই উপজেলা মাদক, প্রতিনিধি লীগ এবং দলের নেতা-কর্মীরা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। এসব থেকে মুক্ত হতেই নারী-পুরুষ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কোনো কথা না বললেও আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আমি সংসদ সদস্য থাকাকালীন নাকি অন্য দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছি। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি কোনো মামলা দিইনি এবং এর সঙ্গে জড়িত নই।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রমুখ।
‘নৌকার মধ্যে সাপ, ব্যাঙ, কুঁচিয়া উঠে গেছে। এগুলো থেকে নৌকাকে মুক্ত করতে ঈগলের প্রয়োজন। তাই ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে এসেছি। আমি নির্বাচিত হলে নৌকাকে এসব থেকে মুক্ত করব।’
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন। আজ মঙ্গলবার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সোভান, পশ্চিম সোভান, ধানুয়াসহ বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি।
মোহাম্মদ শামছুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জনপ্রিয়তা যাচাই করতে নৌকার পাশাপাশি ঈগল দিয়ে মাঠে পাঠিয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা সকলে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ঈগলের জয় নিশ্চিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। গত পাঁচ বছরে এই উপজেলা মাদক, প্রতিনিধি লীগ এবং দলের নেতা-কর্মীরা নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। এসব থেকে মুক্ত হতেই নারী-পুরুষ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কোনো কথা না বললেও আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। আমি সংসদ সদস্য থাকাকালীন নাকি অন্য দলের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছি। আমি আল্লাহকে হাজির নাজির করে বলছি, আমি কোনো মামলা দিইনি এবং এর সঙ্গে জড়িত নই।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সদস্য কামাল মিজি, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী প্রমুখ।
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
২ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
২ ঘণ্টা আগে