নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শাকিল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই ছাত্রদলের নেতা শুভ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
গতকাল সোমবার রাত ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকার ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত শুভ ওই এলাকার সোলাইমান খোকনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন—আলাইয়াপুর ইউনিয়নের ধীবপুর গ্রামের খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলশ (২৪), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও মনির হোসেন (২২)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিল ও শুভসহ কয়েকজন ইসলামীয়া মার্কেটের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে হাতাহাতি হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং পরে পালিয়ে যাওয়ার জন্য এলোপাতাড়ি গুলি ছুড়লে শুভ গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা অস্ত্রধারীদের ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক সব প্রোগ্রামে তাঁর উপস্থিতি ছিল। এ ছাড়া তাঁর ভাই শুভ ওয়ার্ড ছাত্রদলের নেতা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করছে। আর ধীবপুর থেকে এসে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের দাবি জানাই।’
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা অস্ত্র পাশের একটি ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পানি সেচে সেটি উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।’
আরও খবর পড়ুন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শাকিল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই ছাত্রদলের নেতা শুভ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
গতকাল সোমবার রাত ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকার ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত শুভ ওই এলাকার সোলাইমান খোকনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন—আলাইয়াপুর ইউনিয়নের ধীবপুর গ্রামের খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলশ (২৪), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও মনির হোসেন (২২)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিল ও শুভসহ কয়েকজন ইসলামীয়া মার্কেটের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে হাতাহাতি হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং পরে পালিয়ে যাওয়ার জন্য এলোপাতাড়ি গুলি ছুড়লে শুভ গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা অস্ত্রধারীদের ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক সব প্রোগ্রামে তাঁর উপস্থিতি ছিল। এ ছাড়া তাঁর ভাই শুভ ওয়ার্ড ছাত্রদলের নেতা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করছে। আর ধীবপুর থেকে এসে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের দাবি জানাই।’
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা অস্ত্র পাশের একটি ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পানি সেচে সেটি উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।’
আরও খবর পড়ুন:
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৬ ঘণ্টা আগেজয়পুরহাটের কালাই উপজেলার এলজিইডির সড়ক প্রশস্তকরণ ও দৃঢ়ীকরণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এ প্রকল্পের কাজে নিম্নমানের উপকরণ, সঠিকভাবে সেতু (সাঁকো) নির্মাণ না করা, এমনকি তিন ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে রাস্তার সাইড ফিলিং করার অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে৫০০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের র্যাটহোল (পরিত্যক্ত সুড়ঙ্গ)। কখনো হামাগুড়ি, কখনো নুয়ে হেঁটে র্যাটহোলে ঢুকে গাঁইতি, শাবল, বেলচা দিয়ে টুকরো টুকরো কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে আসেন শ্রমিকেরা। ঝুঁকি নিয়ে এভাবে কয়লা সংগ্রহের সময় ঘটে দুর্ঘটনা। সীমান্তের ওপার থেকে কয়লা আনতে গিয়ে সরকারি হিসাবেই...
৬ ঘণ্টা আগে