নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শাকিল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই ছাত্রদলের নেতা শুভ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
গতকাল সোমবার রাত ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকার ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত শুভ ওই এলাকার সোলাইমান খোকনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন—আলাইয়াপুর ইউনিয়নের ধীবপুর গ্রামের খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলশ (২৪), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও মনির হোসেন (২২)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিল ও শুভসহ কয়েকজন ইসলামীয়া মার্কেটের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে হাতাহাতি হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং পরে পালিয়ে যাওয়ার জন্য এলোপাতাড়ি গুলি ছুড়লে শুভ গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা অস্ত্রধারীদের ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক সব প্রোগ্রামে তাঁর উপস্থিতি ছিল। এ ছাড়া তাঁর ভাই শুভ ওয়ার্ড ছাত্রদলের নেতা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করছে। আর ধীবপুর থেকে এসে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের দাবি জানাই।’
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা অস্ত্র পাশের একটি ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পানি সেচে সেটি উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।’
আরও খবর পড়ুন:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে শাকিল (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত শাকিল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই ছাত্রদলের নেতা শুভ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনাস্থলে তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
গতকাল সোমবার রাত ৮টার দিকে ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকার ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ও আহত শুভ ওই এলাকার সোলাইমান খোকনের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন—আলাইয়াপুর ইউনিয়নের ধীবপুর গ্রামের খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলশ (২৪), একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও মনির হোসেন (২২)।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিল ও শুভসহ কয়েকজন ইসলামীয়া মার্কেটের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন অস্ত্রধারী এসে লাবিব নামে এক তরুণকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে সন্ত্রাসীদের সঙ্গে হাতাহাতি হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে এবং পরে পালিয়ে যাওয়ার জন্য এলোপাতাড়ি গুলি ছুড়লে শুভ গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা অস্ত্রধারীদের ধাওয়া করে তিন সন্ত্রাসীকে আটক করে গণপিটুনি দেয়। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘শাকিল যুবদলের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক সব প্রোগ্রামে তাঁর উপস্থিতি ছিল। এ ছাড়া তাঁর ভাই শুভ ওয়ার্ড ছাত্রদলের নেতা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করছে। আর ধীবপুর থেকে এসে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের দাবি জানাই।’
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা নোয়াখালী জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা অস্ত্র পাশের একটি ডোবার মধ্যে ফেলে দিয়েছে। আমরা পানি সেচে সেটি উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।’
আরও খবর পড়ুন:
ঠাকুরগাঁও জেলায় ছড়িয়ে পড়েছে গবাদিপশুর ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)। জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ৩৭টি গরু এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
২৩ মিনিট আগেনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাটি ব্যবসায়ী আব্দুল মতিন ওরফে মাটি মতিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য আব্দুর রহীম পাটোয়ারীর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে।
১ ঘণ্টা আগেচেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
৩ ঘণ্টা আগে