Ajker Patrika

গরমে ফের বাঁকা সেই রেললাইন, পানি ঢেলে সোজা করার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৭: ৩৯
Thumbnail image

প্রচণ্ড গরমে আবারও ব্রাহ্মণবাড়িয়া শহরে রেললাইন বাঁকা হয়ে গেছে। লোহার পাতে পানি ঢেলে সোজা করার চেষ্টা চলছে। তবে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সচল আছে। 

আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় রেললাইনটি বাঁকা হওয়ার খবর আসে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনমাস্টার জানান।   

স্টেশনমাস্টার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে।’

স্টেশনমাস্টার আরও বলেন, আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আরেক লাইন দিয়েই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলছে; পাশাপাশি বাঁকা লাইন মেরামতের কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে একই জায়গায় তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত