Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: জয়ের পথে উকিল আব্দুস সাত্তার

নিজস্ব প্রতি‌বেদক, ব্রাহ্মণবাড়িয়া থে‌কে
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ১৭
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: জয়ের পথে উকিল আব্দুস সাত্তার

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট বিএনপির দলছুট নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া ভোটের বড় ব্যবধানে জয়ের পথে এগিয়ে রয়েছেন।

আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ১৩২ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী—৯৫টি কেন্দ্রে কলার ছড়া প্রতীক নিয়ে সাত্তার পেয়েছেন ৩০ হাজার ৯৫০ ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৫ হাজার ৭৭১ ভোট।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী বিএনপির অপর বহিষ্কৃত নেতা আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ আবু আসিফ আহমেদ পেয়েছেন ২ হাজার ৮০৬ ভোট। তাঁর প্রতীক ছিল মোটরগাড়ি। 

গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির জহিরুল হক জুয়েল পেয়েছেন ১ হাজার ৫৮৩ ভোট। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত ৯৫ কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি। কিছুক্ষণের মধ্যে বাকি কেন্দ্রগুলোর ফলাফলও চলে আসবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত