Ajker Patrika

এসএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ, ৪ শিক্ষককে প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৫২
এসএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ, ৪ শিক্ষককে প্রত্যাহার

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করায় কুমিল্লার বরুড়া উপজেলার বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের চার শিক্ষককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ শনিবার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই চার শিক্ষক বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নিষেধ থাকা সত্ত্বেও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। তাঁদের কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে প্রত্যাহার করেন কেন্দ্রসচিব মোহাম্মদ উল্লাহ। 

প্রত্যাহার করা শিক্ষকেরা হলেন মুগগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী, হরিপুর আগানগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়াল, মো. হাসান সাইদ ও শিলমুড়ি রাজ রাজেশ্বরী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয় চন্দ্র দে। এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একই কেন্দ্রের পরীক্ষার্থী মো. আরমান হোসাইন উজ্জ্বলকে বহিষ্কার করা হয়। 

মুগগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন চৌধুরী বলেন, ‘তাড়াহুড়া করে পরীক্ষার হলে যেতে গিয়ে ভুলবশত মোবাইল ফোন নিয়ে প্রবেশ করি। মোবাইল ফোনের বিষয়টি খেয়াল ছিল না।’ 

বাতাইছড়ি উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব মোহাম্মদ উল্লাহ বলেন, ‘পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। তাঁরা চারজনই মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন ও দায়িত্বে অবহেলা করেছেন। তাই তাঁদের এবারের এসএসসির সকল পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন আমরা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যাই। পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় ওই চার শিক্ষককে প্রত্যাহারের জন্য কেন্দ্রসচিবকে বলা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত