Ajker Patrika

লক্ষ্মীপুরে হরতালের সমর্থনে মিছিল, দুটি বাস ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১১: ৫৪
লক্ষ্মীপুরে হরতালের সমর্থনে মিছিল, দুটি বাস ভাঙচুর

বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। সকালে শহরের উত্তর তেমহুনী এলাকায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল শেষে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আসার আগে পালিয়ে যায় হরতালকারীরা। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর তেমহুনী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে ধাওয়া দেয় পুলিশ। সকালে দালাল বাজার, মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জ এলাকায়সহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপিসহ সমমনা দলগুলো। 

উত্তর তেমহুনী এলাকায় ভাঙচুরের শিকার বাসঅন্যদিকে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে তিন চাকার ছোট যানবাহন চলাচল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত