Ajker Patrika

কমলনগরে নৌকাডুবির ঘটনায় বাবার মৃত্যু, ১৩ দিনেও মেলেনি ছেলের সন্ধান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ৪৯
কমলনগরে নৌকাডুবির ঘটনায় বাবার মৃত্যু, ১৩ দিনেও মেলেনি ছেলের সন্ধান

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনার ১৩ দিনেও নিখোঁজ নুর উদ্দিনের (২৮) সন্ধান মেলেনি। গতকাল বুধবার নিখোঁজ নুর উদ্দিনের ছোট ভাই সালাউদ্দিন সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হন। তিন দিন পরে বাবা নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান ও নিখোঁজ নুর উদ্দিন উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা। 

জানা যায়, গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় মাছ ধরার সময় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজন জেলে বেঁচে ফিরলেও নিখোঁজ হন বাবা-ছেলে। এর তিন দিন পর গত ৯ নভেম্বর সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে বাবা নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। 

নিখোঁজ নুর উদ্দিনের সন্ধানে উপকূলীয় থানাগুলোতে বার্তা দিয়ে রেখেছে পুলিশ। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলসহ আশপাশে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। স্বজনেরা নদীতীরবর্তী এলাকায় সন্ধান চেয়ে মাইকিং করেছেন। 
 
এ বিষয়ে স্বজনেরা জানান, নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরে বাবার মরদেহ উদ্ধার করা হলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত