Ajker Patrika

মে দিবসে চট্টগ্রামে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
মে দিবসে চট্টগ্রামে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

পয়লা মে বৃহত্তর চট্টগ্রামে ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আট ঘণ্টা সবধরনের পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকবে। ওই দিন মে দিবস উপলক্ষে শ্রমিকেরা ছুটি ভোগ করবেন।

আজ সোমবার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলার সভাপতিত্বে সভায় ফেডারেশনভুক্ত ৪৭টি বেসিক শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয়, মে দিবস উপলক্ষে ওই দিন সকাল ১০টায় স্টেশন রোডের বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

সভায় শ্রমিক নেতা রবিউল মাওলাকে আহ্বায়ক ও আজম চৌধুরীকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট ‘মে দিবস উদ্‌যাপন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়।

এ ছাড়া সভায় দক্ষিণ চট্টগ্রাম পিএবি সড়কে বাসশ্রমিকদের ওপর মাহিন্দ্রা–সিএনজি গাড়ির মালিকদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সমাধান না হলে যেকোনো সময় ওই সড়কে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় হুঁশিয়ারি দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন মৃণাল চৌধুরী, মোহাম্মদ মুছা, অলি আহামদ, আজম চৌধুরী, শাহ আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, কামাল উদ্দিন, মো. শফি, শাহ আলম হাওলাদার, সাইফুল ইসলাম শাহীন, জাবেদুল হক, শাহাদাত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত