ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকার রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) মরদেহের জন্য অপেক্ষায় স্বজনেরা। তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। এসএসসি পরীক্ষা শেষে এখানে বেড়াতে আসার কথা ছিল তার। কিন্তু আসতে হচ্ছে লাশ হয়ে।
আজ মঙ্গলবার দুপুরে দুর্জয়ের নানাবাড়িতে গিয়ে দেখা যায়, সব আত্মীয়স্বজন বাড়ির সামনে বসে আছেন। কচি মুখখানা একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন সবাই। থেকে থেকে কেউ হাউমাউ করে কেঁদে উঠছেন। এই অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা।
দুর্জয়ের পরিবার জানায়, তিন ভাই-বোনের মধ্যে দুর্জয় ছিল সবার ছোট। বড় ভাই মনির ঢাকাতে প্রাইভেটকার চালান। বড় বোন ঝুমা আক্তারের বিয়ে হয়ে গেছে। খালাতো বোন আমোদা বেগম ২৮ নভেম্বর অনুষ্ঠিত সরাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হয়েছেন। আজ সরাইলে নানাবাড়ি এসে বোনের বিজয় উদ্যাপনে দুর্জয়ের শামিল হওয়ার কথা ছিল। সেই বাড়িজুড়ে এখন বিষাদের ছায়া। স্বজনেরা এখন তার নিথর দেহের জন্য অপেক্ষা করছেন।
দুর্জয়ের খালাতো ভাই খুরশেদ আলম বলেন, উপজেলার পানিশ্বর গ্রামে দুর্জয়দের বাড়ি। বাবা আবদুর রহমান প্রায় ২০ বছর আগে ভিটেবাড়ি বিক্রি করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। সেখানে একটি চায়ের স্টল দিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা ও সংসার চালাতেন। মাঝেমধ্যে সন্তানদের নানাবাড়িতে তাদের নিয়ে বেড়াতে আসতেন।
খুরশেদ জানান, দুর্জয়ের একটি জানাজা ঢাকায় হয়েছে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স নানাবাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে নানাবাড়ির কবরস্থানে দাফন করা হবে।
দুর্জয়ের খালা আফিয়া বেগম বলেন, কিছুদিন আগে দুর্জয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। সে বলেছিল, নানাবাড়িতে বেড়াতে আসবে। এখন ফিরবে নিথর দেহ নিয়ে। তার বাবা অনেক কষ্টের মধ্যেও তার পড়ালেখা বন্ধ করেননি। সে ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিল। পড়ালেখার পাশাপাশি বাবাকেও কাজে সাহায্য করত সে।
দুর্জয়ের ভাবি শারমিন আক্তার বলেন, ‘দুর্জয় সব সময় আমার ছোট বাচ্চার সঙ্গে খেলাধুলা করত। আমাকে ভাবি ভাবি বলে ডাকত। এখন সে আর আসবে না। ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে।’
উল্লেখ্য, গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকার রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় নিহত হয় দুর্জয়। সে রামপুরার একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
ঢাকার রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় নিহত স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের (১৭) মরদেহের জন্য অপেক্ষায় স্বজনেরা। তার নানাবাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। এসএসসি পরীক্ষা শেষে এখানে বেড়াতে আসার কথা ছিল তার। কিন্তু আসতে হচ্ছে লাশ হয়ে।
আজ মঙ্গলবার দুপুরে দুর্জয়ের নানাবাড়িতে গিয়ে দেখা যায়, সব আত্মীয়স্বজন বাড়ির সামনে বসে আছেন। কচি মুখখানা একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন সবাই। থেকে থেকে কেউ হাউমাউ করে কেঁদে উঠছেন। এই অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা।
দুর্জয়ের পরিবার জানায়, তিন ভাই-বোনের মধ্যে দুর্জয় ছিল সবার ছোট। বড় ভাই মনির ঢাকাতে প্রাইভেটকার চালান। বড় বোন ঝুমা আক্তারের বিয়ে হয়ে গেছে। খালাতো বোন আমোদা বেগম ২৮ নভেম্বর অনুষ্ঠিত সরাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হয়েছেন। আজ সরাইলে নানাবাড়ি এসে বোনের বিজয় উদ্যাপনে দুর্জয়ের শামিল হওয়ার কথা ছিল। সেই বাড়িজুড়ে এখন বিষাদের ছায়া। স্বজনেরা এখন তার নিথর দেহের জন্য অপেক্ষা করছেন।
দুর্জয়ের খালাতো ভাই খুরশেদ আলম বলেন, উপজেলার পানিশ্বর গ্রামে দুর্জয়দের বাড়ি। বাবা আবদুর রহমান প্রায় ২০ বছর আগে ভিটেবাড়ি বিক্রি করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। সেখানে একটি চায়ের স্টল দিয়ে ছেলেমেয়েদের পড়ালেখা ও সংসার চালাতেন। মাঝেমধ্যে সন্তানদের নানাবাড়িতে তাদের নিয়ে বেড়াতে আসতেন।
খুরশেদ জানান, দুর্জয়ের একটি জানাজা ঢাকায় হয়েছে। মরদেহবাহী অ্যাম্বুলেন্স নানাবাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে নানাবাড়ির কবরস্থানে দাফন করা হবে।
দুর্জয়ের খালা আফিয়া বেগম বলেন, কিছুদিন আগে দুর্জয়ের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। সে বলেছিল, নানাবাড়িতে বেড়াতে আসবে। এখন ফিরবে নিথর দেহ নিয়ে। তার বাবা অনেক কষ্টের মধ্যেও তার পড়ালেখা বন্ধ করেননি। সে ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিল। পড়ালেখার পাশাপাশি বাবাকেও কাজে সাহায্য করত সে।
দুর্জয়ের ভাবি শারমিন আক্তার বলেন, ‘দুর্জয় সব সময় আমার ছোট বাচ্চার সঙ্গে খেলাধুলা করত। আমাকে ভাবি ভাবি বলে ডাকত। এখন সে আর আসবে না। ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে।’
উল্লেখ্য, গতকাল সোমবার রাত ৯টার দিকে ঢাকার রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় নিহত হয় দুর্জয়। সে রামপুরার একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
৫ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
৪০ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে