নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনই বর্তমানে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। আজ সোমবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন এস এম কামরুল ইসলাম (৫২) ও ৫ বছর বয়সী শিশু মো. রাফি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত আজ আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুল ইসলাম তাঁদের বাড়ির অদূরে একটি চা দোকানে বসে ছিলেন। শিশুটিও সেখানে বসা ছিল। আমরা জানতে পেরেছি, ১০-১২ জন লোক অতর্কিত এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁর সঙ্গে শিশুটিও গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।’
ওসি আরও বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন দুজনকেই হাসপাতালে আনা হয়। পরে কামরুলকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং রাফিকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাফি পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।’
এদিকে আহত কামরুল ইসলাম ‘দি ডেইলি ইভিনিং নিউজ’ নামে একটি পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে।
চমেক হাসপাতালে থাকা কামরুলের ছোট ভাই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকায় পাহাড় কাটা, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সোচ্চার থাকায়, তাঁর ভাইয়ের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। কামরুল চট্টগ্রাম শহরে থাকেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামে এসেছিলেন।’
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনই বর্তমানে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। আজ সোমবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন এস এম কামরুল ইসলাম (৫২) ও ৫ বছর বয়সী শিশু মো. রাফি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত আজ আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুল ইসলাম তাঁদের বাড়ির অদূরে একটি চা দোকানে বসে ছিলেন। শিশুটিও সেখানে বসা ছিল। আমরা জানতে পেরেছি, ১০-১২ জন লোক অতর্কিত এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁর সঙ্গে শিশুটিও গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।’
ওসি আরও বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন দুজনকেই হাসপাতালে আনা হয়। পরে কামরুলকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং রাফিকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাফি পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।’
এদিকে আহত কামরুল ইসলাম ‘দি ডেইলি ইভিনিং নিউজ’ নামে একটি পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে।
চমেক হাসপাতালে থাকা কামরুলের ছোট ভাই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকায় পাহাড় কাটা, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সোচ্চার থাকায়, তাঁর ভাইয়ের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। কামরুল চট্টগ্রাম শহরে থাকেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামে এসেছিলেন।’
মাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
৪০ মিনিট আগেটঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহ ছেলে।
৪২ মিনিট আগেরাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখ (২৬) নামে এক যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
৪৩ মিনিট আগেঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
২ ঘণ্টা আগে