Ajker Patrika

চকরিয়ায় রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৫: ২৮
চকরিয়ায় রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে (ট্রলি রান) কাটা পড়ে শাহ আলম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পহরচাঁদা গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি বরইতলী ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার আগে অ্যাডভান্স পাইলট সিস্টেমে ট্রেন চলাচলের সময় রেললাইনে পর্যবেক্ষণ করা ট্রলি রানের ইঞ্জিনে কাটা পড়েন বৃদ্ধ শাহ আলম। ঘটনাস্থলেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ইঞ্জিনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ গত ডিসেম্বরে অ্যাডভান্স পাইলট সিস্টেমে ট্রেন চলাচল শুরু করে। নিরাপত্তা বিবেচনায় ট্রেন প্রতিটি ট্রেন চলাচলের আগে ট্রলি রান বা অ্যাডভান্স পাইলট ব্যবস্থায় ট্রেনের আগে আলাদা একটি ইঞ্জিন চলাচল করবে। 

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সকালে ট্রেনের ট্রলি রানের ইঞ্জিনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রেলওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত