Ajker Patrika

কুমিল্লা মেডিকেলের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে রোগীর মৃত্যু

 কুমিল্লা প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সার্জারি বিভাগে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া রোগীর নাম ওসমান গনি (৪৫)। তিনি আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকার বাসিন্দা।

ওসমানের স্ত্রী কোহিনুর বেগম জানান, হাতের একটি অস্ত্রোপচারের জন্য ওসমান এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় তাঁকে বারান্দায় শয্যা দেওয়া হয়েছিল। শয্যাটি ছিল অরক্ষিত দেয়ালের পাশে। ফলে রাতে ঘুম থেকে উঠে ওসমান নিচে পড়ে মারা যান। কোহিনুর বলেন, ‘আমরা এখানে স্বামীর চিকিৎসা নিতে এসে লাশ নিয়ে বাড়ি ফিরেছি।’

ঘটনার সময় দায়িত্বরত ওয়ার্ড মাস্টার মো. বিল্লাল হোসেন বলেন, ‘৫০০ শয্যার এ হাসপাতালে ১ হাজার ৩০০ রোগী রয়েছে। ফলে অনেক রোগীকে বারান্দায় থাকতে হয়। শুক্রবার রাতে বারান্দায় থাকা এক রোগী ঘুম থেকে উঠে মাথা ঘুরে নিচে পড়ে যান। আমরা খবর পেয়ে দৌড়ে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কিছুক্ষণ পর তিনি মারা যান। পরে মরদেহ স্বজনেরা নিয়ে যান।’

এ বিষয়ে জানতে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্বজনেরা লাশ বাড়ি নিয়ে গেছেন। নিহতের ঘটনায় তাঁর স্বজনেরা এখনো কোনো অভিযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত