কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকালে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাফ নদী পার হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে হয়ে বাংলাদেশে পৌঁছান।
মিয়ানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
মিয়ানমার প্রতিনিধিদলটি ট্রানজিট জেটিঘাট থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে প্রত্যাবাসন নিয়ে তাঁরা কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ থেকে দেওয়া রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করার জন্য মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধিদল এসেছিলেন। এ প্রতিনিধি দলটি টেকনাফে এক সপ্তাহ অবস্থান করে ৪ শতাধিক পরিবারের তথ্য যাচাই-বাছাই করে।
এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যান। তবে ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অবশ্যই চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর অংশ হিসেবে আরও কয়েক দিন আগে মিয়ানমারের প্রতিদিন দল আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে সফর পেছানো হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকালে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাফ নদী পার হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে হয়ে বাংলাদেশে পৌঁছান।
মিয়ানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
মিয়ানমার প্রতিনিধিদলটি ট্রানজিট জেটিঘাট থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে প্রত্যাবাসন নিয়ে তাঁরা কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ থেকে দেওয়া রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করার জন্য মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধিদল এসেছিলেন। এ প্রতিনিধি দলটি টেকনাফে এক সপ্তাহ অবস্থান করে ৪ শতাধিক পরিবারের তথ্য যাচাই-বাছাই করে।
এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যান। তবে ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অবশ্যই চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর অংশ হিসেবে আরও কয়েক দিন আগে মিয়ানমারের প্রতিদিন দল আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে সফর পেছানো হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
২ ঘণ্টা আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
২ ঘণ্টা আগে