Ajker Patrika

সোনাইমুড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ দোকানে আগুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৩: ০৩
সোনাইমুড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০ দোকানে আগুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২০টি দোকান পুড়ে গেছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জয়াগবাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। 

স্থানীয়রা জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে কসমেটিকস, ফার্নিচার, চা দোকান, মুদি দোকান, রড-সিমেন্টের দোকানসহ ২০টি দোকান পুড়ে যায়। 

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ২০টি দোকান পুড়ে গেছে। 

স্টেশন অফিসার আরও বলেন, এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত