Ajker Patrika

চকরিয়ায় প্যারাবনে চিংড়িঘের তৈরির দুদিন পরেই অপসারণ করল প্রশাসন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় প্যারাবনে চিংড়িঘের তৈরির দুদিন পরেই অপসারণ করল প্রশাসন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে উপকূল রক্ষার প্যারাবন (ম্যানগ্রোভ) দখল করে চিংড়িঘের তৈরি করার অভিযোগ ওঠে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এই ঘটনার দুদিন পর ঘেরের বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। 

আজ সোমবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

ঘেরের বাঁধ অপসারণের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চকরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান। তিনি বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দখল করা স্থানে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। দখলদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন জানান, উপজেলার বদরখালী ইউনিয়নের সব জমি বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির আওতায়। এই ইউনিয়নকে ৯টি ওয়ার্ডে ভাগ করা হয়। প্রতি ওয়ার্ডে একটি করে মৎস্য প্লট ভাগ করে দেওয়া হয়। বদরখালী ফেরিঘাট সংলগ্ন মৎস্য ঘেরটি বরাদ্দ পান ছনুয়াপাড়া। ঘেরটি ছনুয়াপাড়া লটারি ঘোনা নামে পরিচিত। 

এই ঘেরের অংশীদার ২৯ জন। ছনুয়াপাড়ার পক্ষে ৩৫০ থেকে ৪০০ জন শ্রমিক মাতামুহুরি নদীতে জেগে ওঠা চর ও প্যারাবন দখল করে চিংড়িঘের গড়ে তুলতে বাঁধ নির্মাণ করে। এ সময় উপজেলা প্রশাসন ও বন বিভাগ উচ্ছেদ অভিযানে গেলেও নদীতে জোয়ার থাকার কারণে বাঁধ অপসারণ করতে পারেনি। আজ সোমবার ভাটার সময় ধরে শতাধিক শ্রমিক নিয়ে ফের অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। 

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ও চকরিয়া সুন্দরবন রেঞ্জে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দীন বলেন, ‘গত শনিবার সকালে সুন্দরবন রেঞ্জের বদরখালীতে মাতামুহুরি নদীবেষ্টিত প্যারাবনের মধ্যে বাঁধ দিয়ে চিংড়িঘের নির্মাণ করায় উপজেলা প্রশাসন, পুলিশ ও বনকর্মীরা বাঁধ অপসারণ করতে যায়। কিন্তু তখন নদীতে জোয়ার থাকায় বাঁধ অপসারণ করা সম্ভব হয়নি। আজ বিকেলে আবারও শতাধিক শ্রমিক নিয়ে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হয়। উপজেলা প্রশাসন সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত