ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সদ্য বহিষ্কৃত হওয়া আব্দুস সাত্তার ভূঁইয়াকে এবার তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বেলা তিনটায় সরাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি। সেই সঙ্গে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরাও সংবাদ সম্মেলন করে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে।
সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক সুযোগ-সুবিধা লাভের আশায় এমন কাজ করেছেন।’
নুরুজ্জামান লস্কর আরও বলেন, ‘আমরা সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি সরাইল বিএনপি পরিবারের কেউ উকিল আব্দুস সাত্তারকে কোনোভাবে সহযোগিতা করেন, তাহলে আমরা তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’
এ সময় সরাইল উপজেলার বিএনপির সভাপতি আনিছুল হক ঠাকুরসহ উপজেলা বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘বিএনপি উকিল সাত্তার ভূঁইয়ার জন্য দল কম করেনি। তিনি বিএনপি থেকে ৫ বার এমপি ও প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির সাথে বেইমানি করেছেন। তাঁর কোনো আদর্শ নেই। তিনি নষ্ট হয়ে গেছেন।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন সদ্য পদত্যাগ করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়া। গতকাল রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সদ্য বহিষ্কৃত হওয়া আব্দুস সাত্তার ভূঁইয়াকে এবার তাঁর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বেলা তিনটায় সরাইল প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপি। সেই সঙ্গে আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরাও সংবাদ সম্মেলন করে আব্দুস সাত্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে।
সরাইল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা ও অনৈতিক সুযোগ-সুবিধা লাভের আশায় এমন কাজ করেছেন।’
নুরুজ্জামান লস্কর আরও বলেন, ‘আমরা সরাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি সরাইল বিএনপি পরিবারের কেউ উকিল আব্দুস সাত্তারকে কোনোভাবে সহযোগিতা করেন, তাহলে আমরা তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’
এ সময় সরাইল উপজেলার বিএনপির সভাপতি আনিছুল হক ঠাকুরসহ উপজেলা বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আবদুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
জিল্লুর রহমান আরও বলেন, ‘বিএনপি উকিল সাত্তার ভূঁইয়ার জন্য দল কম করেনি। তিনি বিএনপি থেকে ৫ বার এমপি ও প্রতিমন্ত্রী হয়েছেন। বর্তমান সময়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বিএনপির সাথে বেইমানি করেছেন। তাঁর কোনো আদর্শ নেই। তিনি নষ্ট হয়ে গেছেন।
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন সদ্য পদত্যাগ করা এবং বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়া। গতকাল রোববার বিকেলে সাদ মোহাম্মদ রশিদ নামের এক যুবক জেলা নির্বাচন অফিস থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জনস্রোত সৃষ্টি হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকার মানুষ ও রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন।
৭ মিনিট আগেঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
৪২ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে