লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে স্বামী আলী মোহনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী দিলু বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘দিলু বেগম পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী মোহনকে হত্যা করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে দিলুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
সরকারি কৌঁসুলি জসিম জানান, রায়ের সময় দিলু বেগম আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার ১১ বছর পর মোহন হত্যা মামলার রায় হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দিলু ফেনীর চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কালিদাসের বাগ গ্রামে।
এজাহার থেকে জানা গেছে, ২০১১ সালের ৩০ মার্চ রাতে নিজের বসতঘরে খুন হন মোহন। ঘটনার রাতে তিনি স্ত্রী দিলু ও পাঁচ বছরের মেয়ে তিশাকে নিয়ে ঘুমিয়েছিলেন। ওই রাতে মোহনের মা জাহানারা বেগম বাড়িতে ছিলেন না। রাত ১টার দিকে তিনি মোবাইল ফোনে ছেলের মৃত্যুর সংবাদ পান। মৃতদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। ৩১ মার্চ জাহানারা বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যার অভিযোগে পুত্রবধূ দিলুকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে মোহনকে হত্যার দায়ে দিলুকে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দেয় লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ। এতে উল্লেখ করা হয় মোহন কাজের সুবাধে ফেনীতে থাকতেন। তিনি নেশা করতেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হতো। ঘটনার রাতে তিনি ফেনী থেকে বাড়িতে আসেন। ওই রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে দিলু তাঁর স্বামী মোহনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে স্বামী আলী মোহনকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী দিলু বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘দিলু বেগম পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী মোহনকে হত্যা করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে দিলুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’
সরকারি কৌঁসুলি জসিম জানান, রায়ের সময় দিলু বেগম আদালতে উপস্থিত ছিলেন না। ঘটনার ১১ বছর পর মোহন হত্যা মামলার রায় হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দিলু ফেনীর চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কালিদাসের বাগ গ্রামে।
এজাহার থেকে জানা গেছে, ২০১১ সালের ৩০ মার্চ রাতে নিজের বসতঘরে খুন হন মোহন। ঘটনার রাতে তিনি স্ত্রী দিলু ও পাঁচ বছরের মেয়ে তিশাকে নিয়ে ঘুমিয়েছিলেন। ওই রাতে মোহনের মা জাহানারা বেগম বাড়িতে ছিলেন না। রাত ১টার দিকে তিনি মোবাইল ফোনে ছেলের মৃত্যুর সংবাদ পান। মৃতদেহের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। ৩১ মার্চ জাহানারা বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যার অভিযোগে পুত্রবধূ দিলুকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে মোহনকে হত্যার দায়ে দিলুকে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দেয় লক্ষ্মীপুর সদর থানা-পুলিশ। এতে উল্লেখ করা হয় মোহন কাজের সুবাধে ফেনীতে থাকতেন। তিনি নেশা করতেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হতো। ঘটনার রাতে তিনি ফেনী থেকে বাড়িতে আসেন। ওই রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে দিলু তাঁর স্বামী মোহনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।
ফেনীতে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণসহ আট দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছে সর্বস্তরের মানুষ। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে আশ্বাস না মিললে মহিপাল পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।
৩ মিনিট আগেউত্তরায় মাইলস্টোনের সামনে শিক্ষার্থীদের উস্কানি দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়া ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফিকে (৪০) আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় স্থানীয়রা তাকে আটক করে...
২৫ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ছড়ানো হচ্ছে। কোনো ধরনের তথ্য যাচাই ছাড়া এ ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। যে কেউ এ বিষয়ে তদন্ত করতে চাইলে সেনাবাহিনী সহযোগিতা করবে বলেও জানিয়েছে বাহিনী।
৪৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর জয়দেবপুর রেল স্টেশনে প্রবেশের সময় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তরাঞ্চলের (ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ) একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে