Ajker Patrika

ফরিদগঞ্জে ইফতারির সামগ্রী বিতরণ করল আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১০: ৪৬
ফরিদগঞ্জে ইফতারির সামগ্রী বিতরণ করল আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ইফতারিসামগ্রী বিতরণ করেছে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন। ১৫০ জন অসচ্ছল পরিবার ইফতারিসামগ্রী পেয়েছে। বিতরণকৃত ইফতারিসামগ্রীর মধ্যে ছিল আপেল, মালটা, খেজুর, ট্যাং, সেমাই, দুধ, নুডল্‌স ও চিনি।

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার ইফতারিসামগ্রী বিতরণ করা হয়। ইফতারিসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম সচিব বদিউল আলম। দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. বুলবুল আহাম্মেদ।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফ বলেন, ‘পবিত্র মাহে রমজানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের অধিকাংশেরই ইফতারিসামগ্রী কেনার সামর্থ্য হয় না। তাই কিছুসংখ্যক মানুষের মধ্যে ইফতারিসামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে, আমাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি।’ 

ইফতারি বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আরও সুদূরপ্রসারী হোক। সমাজের বিত্তবানদের মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। 

ইফতারিসামগ্রী বিতরণের আয়োজনে উপস্থিত ছিলেন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্য তাজুল ইসলাম, রাকিব আহম্মেদ, কামরুল হাচান, হাসনাত গাজী, আল-আমিন, হাচান আটিয়া, নাঈম চৌধুরী, রফিকুল ইসলাম রাফি, সাকিব হাচান, সাকিব পাটোয়ারী, হাছিব পাটোয়ারী, ইকবাল গাজী, নাঈমুল হাচান, কামরুল মোল্লা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত