Ajker Patrika

বিশেষ ক্ষমতা আইনে যুব মহিলা লীগ নেতা কারাগারে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
রুবি বিশ্বাস। ছবি: সংগৃহীত
রুবি বিশ্বাস। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের নেতা রুবি বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বোরবার (২৭ জুলাই) রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানা–পুলিশের সাব–ইন্সপেক্টর (এসআই) আল আমিন।

রুবি বিশ্বাস উপজেলার ছিটকীবাড়ি গ্রামের সুজিত মণ্ডলের স্ত্রী এবং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

এসআই আল আমিন জানান, ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামের স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই বলেন, ‘ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত