বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর সপ্তম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছিল। সন্ত্রাসী ও জঙ্গি বিরোধী অভিযানের কারণে নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নতুন নিষেধাজ্ঞায় শুধু বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। অন্যদিকে ফলে থানচি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা এবং বান্দরবান সদর-এই পাঁচ উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করতে পারবে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি-এই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে রোববার জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানোর প্রেক্ষিতে ৮ম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) থেকে কার্যকর হবে এবং আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
র্যাব, বিজিবি এবং পুলিশ এর যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকাসমূহ থেকে নব প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৭ সদস্য এবং স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর ৩ সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর গত ২৩ অক্টোবর আদেশে জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় দফায় ৪ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর ভ্রমণে নিষেধাজ্ঞা এবং ১২ নভেম্বর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানো হয়। এ ছাড়া ১৬ নভেম্বর ষষ্ঠ দফায় বাড়ানো মেয়াদ ২০ নভেম্বর শেষ হয়। সপ্তম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত ছিল। রোববার এ মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অষ্টম দফায় বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা ৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বর সপ্তম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছিল। সন্ত্রাসী ও জঙ্গি বিরোধী অভিযানের কারণে নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
নতুন নিষেধাজ্ঞায় শুধু বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। অন্যদিকে ফলে থানচি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা এবং বান্দরবান সদর-এই পাঁচ উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করতে পারবে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার গহিন অরণ্যে লুকিয়ে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের অবস্থান খুঁজে পেতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি-এই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখতে রোববার জেলা প্রশাসনকে চিঠি দিয়ে জানানোর প্রেক্ষিতে ৮ম দফায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা আগামীকাল সোমবার (২৮ নভেম্বর) থেকে কার্যকর হবে এবং আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
র্যাব, বিজিবি এবং পুলিশ এর যৌথভাবে জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানের পরিপ্রেক্ষিতে গত ২০ অক্টোবর রাতে বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি এবং বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকাসমূহ থেকে নব প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৭ সদস্য এবং স্থানীয় সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর ৩ সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৮ অক্টোবর জেলা ম্যাজিস্ট্রেট এক আদশমূলে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়। এর তিন দিন পর গত ২৩ অক্টোবর আদেশে জেলার থানচি ও আলীকদম উপজেলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর গত ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়। তৃতীয় দফায় ৪ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। চতুর্থ দফায় ৮ নভেম্বর ভ্রমণে নিষেধাজ্ঞা এবং ১২ নভেম্বর পঞ্চম দফায় নিষেধাজ্ঞা মেয়াদ বাড়ানো হয়। এ ছাড়া ১৬ নভেম্বর ষষ্ঠ দফায় বাড়ানো মেয়াদ ২০ নভেম্বর শেষ হয়। সপ্তম দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ২৭ নভেম্বর পর্যন্ত ছিল। রোববার এ মেয়াদ শেষ হওয়ায় নতুন করে অষ্টম দফায় বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট রুমা ও রোয়াংছড়ি উপজেলা ভ্রমণে নিষেধাজ্ঞা ৪ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
দখলের সংক্রমণ থেকে বেরই হতে পারছে না রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। দখলের থাবায় ক্রমে আয়তন কমছে বিশেষায়িত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির। সীমানা প্রাচীরের বাইরে জমি দখল করে গড়ে উঠেছে সাততলা বস্তি, ঘর, দোকান, কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা।
২ ঘণ্টা আগেঅবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের কঠোর নির্দেশনার পর রংপুরের বদরগঞ্জের প্রশাসন কিছুটা তৎপর হয়ে উঠলেও ঘাটাবিল শহীদ স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় ঘেঁষে প্রধান শিক্ষকের অবৈধ দুটি ইটভাটা বন্ধ করতে পারেনি বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে২০ বছর আগে গ্রাহককে প্রদান করা ঋণের টাকা আদায় না করায় উদাসীনতার দায়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রৌমারী উপজেলা কার্যালয়ের জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিআরডিবি, কুড়িগ্রামের উপপরিচালককে এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন...
৩ ঘণ্টা আগেবরিশাল নগরের পোর্ট রোড মোকাম এখন ইলিশের বদলে তরমুজে সয়লাব। রোজায় আগাম এ ফলের যেমন চাহিদা, তেমনি দরও চড়া। কিন্তু শঙ্কার বিষয় হলো, আগাম আসা এ তরমুজের একাংশ এখনো অপরিপক্ব। অতি মুনাফার লোভে কৃষক অতিরিক্ত রাসায়নিক ও হরমোন প্রয়োগ করে বাজারে তুলেছেন। এ কারণে স্বাদের তরমুজ অনেকটা বিস্বাদ।
৩ ঘণ্টা আগে