Ajker Patrika

কাল থেকে ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি
কাল থেকে ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের ৭২ ঘণ্টার কর্মবিরতি

পনেরো দফা দাবিতে ৭২ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। আগামীকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত সব ধরনের পণ্যবাহী যানবাহন না চালানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, এ কর্ম বিরতকে সমর্থন জানিয়ে কুমিল্লাসহ দেশব্যাপী লিফলেট ও প্রচারণা চালানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের ১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো-মোটরযান মালিকদের ওপর চাপিয়ে দেওয়া অগ্রিম আয়করের (এআইটি) ওপর বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করা; যেসব চালক ভারী মোটরযান চালাচ্ছেন তাঁদের সবাইকে সহজ শর্তে এবং সরকারি ফি’র বিনিময়ে লাইসেন্স প্রদান করা; ড্রাইভিং লাইসেন্সের নবায়ন ক্ষেত্রে পুনরায় হয়রানিমূলক ফিটনেস ও অন্যান্য পরীক্ষা পদ্ধতি বাতিল করা; চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত সুপারিশগুলো অবিলম্বে বাস্তবায়ন করা; সব মোটরযান চালকের সরকারি রেশনের ব্যবস্থা করা। 

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার পণ্য পরিবহনের মালিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বলেন, এর আগে এসব দাবি নিয়ে সরকারকে জানানো হয়েছে। সেখান থেকে কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে দাবি আদায়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত