Ajker Patrika

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু 

কক্সবাজার প্রতিনিধি
মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আরও দুজন নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।

আজ বুধবার বেলা ২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম।

নিহতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দহখোলা ইউনিয়নের মামুদালীপুর গ্রামের মো. ইমারত হোসেন (৪০), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পিনজিরকূল এলাকার মোহাম্মদ রিদুয়ান (২১) ও হলদিয়াপালং ইউনিয়নের আক্তার হোসেন (২০)।

এর মধ্যে ইমারত হোসেন উখিয়া উপজেলার ইনানীর পালংকি রেস্টুরেন্টের মার্কেটিং এবং সিকিউরিটির দায়িত্বে ছিলেন। এ ছাড়া নিহত অপর দুইজন মোটরসাইকেল আরোহী এবং কলেজ শিক্ষার্থী।

আহত হয়েছেন দুর্ঘটনাকবলিত ইজিবাইকের চালক জয়নাল আবেদীন (৩২)। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল এলাকার আবুল কালামের ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়া উপজেলার মোহাম্মদ শফিরবিল এলাকায় টেকনাফ থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমারত হোসেনকে মৃত ঘোষণা করেন।

পরে আহত মোহাম্মদ রিদুয়ান ও আক্তার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। চমেকে নেওয়ার পথে সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত