Ajker Patrika

চট্টগ্রামে বিধবাকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিধবাকে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম নগরীতে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ধর্ষণ করার দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদেরকে পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার মো. সাইফুল ইসলাম ফারুক ও বদিউল আলম। 

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি এম এ নাছের চৌধুরী। তিনি বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই কারণে ছয়জনের সাক্ষ্যগ্রহণের পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।’ 

মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বেঞ্চ সহকারী মো. কফিল উদ্দিন জানান, কক্সবাজারের চকোরিয়া এলাকার এক বিধবাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নামে ২০১৮ সালের ২৪ থেকে ২৬ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার একটি ফ্ল্যাটে রেখে ধর্ষণ করেন সাইফুল ও বদিউল। এই ঘটনায় ওই নারী চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় একটি মামলা দায়ের করেন। 

এদিকে পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার পর ২০২০ সালের ৫ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। আজ বুধবার রায় ঘোষণা করার সময় দুই আসামির মধ্যে বদিউল আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত