Ajker Patrika

ফেনীতে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ 

দাগনভূঞা ও ফেনী প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৩২
ফেনীতে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ 


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়া এলাকায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও ২০ জন আহত হয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ইউনিক পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আরও ২০ জন আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের মধ্যে একজন মারা যান। 

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আসিফ ইকবাল বলেন, আহতদের হাসপাতালে আনার পরে একজন মারা গেছেন। এর আগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। 

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত