Ajker Patrika

পূজামণ্ডপে ‘ইসলামি গান’: জামিন পেলেন ২ শিল্পী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রাম নগরের জেএমসেন হল পূজামণ্ডপে ‘ইসলামি সংগীত’ পরিবেশনের অভিযোগে গ্রেপ্তার দুই শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। 

জামিনপ্রাপ্তরা হলেন—শহীদুল করিম (৪২) ও নুরুল ইসলাম (৩৪)। তাঁরা দুজনেই চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি নামে একটি সাংস্কৃতিক সংগঠনের শিল্পী। 

তাঁদের মধ্যে শহিদুল করিম পেশায় চট্টগ্রামের বেসরকারি তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক এবং নুরুল ইসলাম দারুল ইরফান অ্যাকাডেমির শিক্ষক। 

জামিন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী শামসুল আলম বলেন, আদালত প্রত্যেককে অভিযোগপত্র না আসা পর্যন্ত জামিন দিয়েছেন। 

এর আগে গতকাল সোমবার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। ওই দিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালতে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল এবং জামিন আবেদন করেন। 

শুরুতে রিমান্ড আবেদন বাতিলের শুনানি হয় এবং আদালত রিমান্ড আবেদন বাতিল করে দেন। এ সময় বাদীপক্ষ আইনজীবীরা আদালতে এর বিরোধিতা করেন। এতে করে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিব্রত হয়ে আদালতের বিচারক জামিন শুনানি না করেই এজলাস ত্যাগ করেন। 

গত ১০ অক্টোবর রাতে জেএমসেন হল পূজামণ্ডপে ‘ইসলামি সংগীত’ পরিবেশন করেন চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমি নামে একটি সংগঠনের ৬ শিল্পী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় শুক্রবার একটি মামলা হয়। এতে সংগীত পরিবেশনের সঙ্গে জড়িত ৬ শিল্পীর পাশাপাশি তাদের আমন্ত্রণকারী মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে আসামি করা হয়েছে। 

চট্টগ্রাম মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন বাদী হয়ে সেই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করেন। এতে আসামি হওয়া শিল্পীরা হলেন—শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০), মো. মামুন (২৭), গোলাম মোস্তফা (৩৬) ও রনি (২৮)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত